অ্যালফালফা (Alfalfa )

দুর্বলতা।— নিয়মিত সেবনে ক্ষুধা ও বলবৃদ্ধি হয়; মানসিক তেজ বাড়ে. মাংস-বৃদ্ধি হয়। স্নায়বিক অবসাদ, অনিদ্রা প্রভৃতি দূর হয়। অ্যাভেনা স্যাটাইভা এটাও একটি টনিক ঔষধ, অতিশয় মস্তিষ্ক চালনা বা শুক্রক্ষয় জনিত দুর্বলতায় কাজে আসে। অশ্বগন্ধা (Wthania Somnifera) — পুষ্টিকারক ও বলপ্রদ, মুষ্টিযোগ হিসাবে এটার চূর্ণ দুধ অথবা ঘৃতের সাথে সেব্য, হোমিওপ্যাথিক মূল-অরিষ্টও ফোঁটা মাত্রায় ব্যবহারের বিধি আছে।

বহুমূত্র।—শর্করাবিহীন বহুমূত্রে বহুবার স্বচ্ছ পানির মত প্রস্রাব। এস্থলে এটাকে ফস্ফরিক- এসিডের সাথে তুলনা করা যেতে পারে। ফস্ফরিক এসিডের রাতে শর্করাশূন্য (Dabiticsinsipedus) পানির মত প্রস্রাব হয়, যেমন বারে বেশী তেমনি পরিমাণে অধিক। কিন্তু অ্যালফাফার দুর্বলতা থাকলেও এসিড-ফসে স্নায়বিক দুর্বলতা বেশী।

পেটফাঁপা।—পেটে অধিক বায়ু জন্মিলে ঔষধটি উপকারী। পেটে বেদনা হয় এবং রোগী সেজন্য ঘুরে বেড়ায়। ঘন ঘন হরিদ্রাবর্ণের মল ও গুহ্যদ্বারে জ্বালা।

শক্তি।-মূল-ঔষধ ৫ হতে ১৫ ফোঁটা মাত্রায় দিনে ৩/৪ বার ব্যবহার্য্য।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!