অ্যালিট্রিস–ফ্যারিনোসা (Aletris Farinosa)
অপর নাম –স্টার-গ্রাস।
ব্যবহারস্থল— জরায়ুসংক্রান্ত রোগে এই ঔষধ টনিকের মত কাজ করে। জরায়ু-চ্যুতি ও প্রদরসহ মলান্ত্রের রোগ, কোষ্ঠকাঠিন্য, খুব বেগ না দিলে কিছুতেই মলত্যাগ করে না। কিছু খাওয়ার পর পেটে ভার বোধ, শারীরিক ও মানসিক অবসন্নতা। কঠিন রোগজনিত দুর্বলতায় উপযোগী, (সোরিণ)।
স্ত্রীরোগ।—অসময়ে অত্যধিক ঋতুস্রাব, প্রসব-বেদনার মত বেদনা, জরায়ু-চ্যুতি ও প্রদর-রোগ জরায়ুর দুর্বলতার জন্য বারংবার গর্ভপাত। ভাইবার্ণাম-প্রুণি —–বাধকবেদনা সহ বার বার গর্ভপাত। হেলোনিয়াস – যান্ত্রিক দুর্বলতা ও রক্তশূন্যতা জন্য গর্ভপাত। গর্ভাবস্থায় অ্যালিট্রিস্ রোগিণীর মাংসপেশীতে অত্যধিক বেদনা থাকে।
অজীর্ণ।—দুরারোগ্য অজীর্ণরোগ। সন্ধ্যাকালে ভুক্তদ্রব্যাদি গন্ধবিশিষ্ট উদার ও গলায় জ্বালা। গর্ভাবস্থায় অতিরিক্ত বমন। রোগিণীর মলান্ত্র মলপূর্ণ অথচ বাহ্যে মোটেই হয় না. শুষ্ক ও বড় বড় মল।
শক্তি।—মূল-অরিষ্ট, ৩, ৬।