অ্যাগ্রাফিসনিউট্যান্স (Agraphis Nutans)

ব্যবহারস্থল। -সর্দির ঔষধ। শ্লৈষ্মিক ঝিল্লী হতে অনবরত স্রাব, ঠান্ডা হাওয়া লাগলেই সর্দি, টন্সিলাইটিস (গলগ্রন্থি-প্রদাহ), ঠান্ডা লেগে উদরাময়, ঠান্ডা হাওয়ায় কম্প (অ্যাকো, সাইলি)। বেশ শুনতে পায় অথচ ভালভাবে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে না। অ্যাগ্রাফিস – স্বল্প প্রয়োজনীয় ঔষধ হলেও নাকের পলিপাস (Nasal polipus) রোগের এটা অন্যতম উৎকৃষ্ট ঔষধ, এটা ব্যবহারে বহু স্থলেই বিশেষ ফল পাওয়া গেছে। রোগী ঘুমাতে পারে না, এটার বিশেষ লক্ষণ।

তুলনীয়।— লেম্না-মাইনর –নাকের ভিতরে অর্বুদ, অস্থিফোলা, পচাগন্ধবিশিষ্ট প্রচুর পরিমাণে পুঁজরক্ত বের হয়। ক্যাডমিয়াম-সাথ – নাক মধ্যে অর্বুদজনিত দুর্গন্ধ স্রাব, ওজিনা, নাক বন্ধ। ক্যাল্কেরিয়া-কার্ব—নাকের দুর্গন্ধ স্রাব। পলিপাস, অর্বুদ এবং ক্ষত। স্যাঙ্গুইনেরিয়া এটা পুরাতন নাক-প্রদাহ, অর্বুদ এবং ওজিনা বা পূতিনস্যজনিত প্রচুর পরিমাণে দুর্গন্ধ হলুদাভ স্রাবে উপযোগী।

শক্তি।— ১x, ৩x ও নিম্নশক্তি।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!