অ্যাগেভ–অ্যামেরিকানা (Agave Americana)
পরিচয়।—এটার অপর নাম অ্যামেরিকান অ্যালো।
ব্যবহারস্থল। — পাকস্থলীর বেদনায় লক্ষণে ও জলাতঙ্ক রোগে ব্যবহৃত হয়। রোগীর মুখাকৃতি ফ্যাকাসে, দাঁতের মাঢ়ী ফুলা ও সেটা হতে রক্তপাত হয়। পায়ে ফোস্কা উঠে; ফোস্কাগুলতে খুব ব্যথা। ভাল ক্ষুধা হয় না ও কোষ্ঠ পরিষ্কার হয় না। লাইসিন, ল্যাকেসিস ও ফস্ফোরাস তুলনীয়।
শক্তি।—মূল অরিষ্ট।