অ্যাগারিকাস-অ্যামানিটা-ভার্নস (Agaricus Amanita Vernos)
পরিচয়।–একপ্রকার ব্যাঙের ছাতা হতে এই ঔষধটি প্রস্তুত হয়।
ব্যবহারস্থল। –কলেরিন বা সাংঘাতিক উদরাময়ে পেটে বেদনা নেই বা মলদ্বারে যন্ত্রণা নেই এরূপ অবস্থায় প্রযোজ্য।
প্রদর্শক লক্ষণ।—মাথা চালে, মাথা ঘোরে। মাংসপেশীর নর্ত্তন, কম্পন, বিশেষতঃ চোখে, চোখের পাতা ও মুখমন্ডল। যন্ত্রণাবোধ, মনে হয় যেন বরফের ছুঁচ বিধছে। অনবরত বাহ্যে কিন্তু কোনরূপ বেদনা নেই। অধিক পিপাসা বার বার ঠান্ডা পানি চায়। বজ্র-ঝটিকার পূর্বে বৃদ্ধি। প্রলাপ, বিছানা হতে পালাইতে চেষ্টা করে। প্রলাপে কবিতা বলে ও ভবিষ্যদ্বাণী করে। ঘন ঘন হাঁচি। হিক্কা ও ঢেঁকুর পর্যায়ক্রমে দেখা যায়। খাওয়ার পরই অবিরত বমন বেগ।
বৃদ্ধি।—-খোলা ঠান্ডা বাতাস; খাওয়ার পর; ঠান্ডা পানি পানে। হ্রাস। ধীরে ধীরে নড়লে।
শক্তি।-৬, ৩০, ২০০।