ঈগলফোলিয়া (Aeglefolia)

পরিচয়। বিল্বপত্র। ভারতীয় ঔষধ।

ব্যবহারস্থল। এটা শোথের একটি উৎকৃষ্ট ঔষধ। শোথের সঙ্গে প্রস্রাব কম, চোখের পাতা দুইটি ফোলা, বেরি-বেরি রোগ। অপরাহ্ন ৪টা হতে রাত্রি ৮টা পর্য্যন্ত বৃদ্ধি। (লাইকোপোডিয়ামের) মুখ দিয়ে পানি উঠে। পুরাতন জ্বরে শোথলক্ষণ বর্ত্তমান থাকলে ব্যবহার্য্য। ঔষধটির মূল অরিষ্ট মৃদু বিরেচক। কোষ্ঠবদ্ধ লক্ষণে নিম্নশক্তি এবং উদরাময় লক্ষণে উচ্চ ক্রম ব্যবহার্য্য।

স্ত্রীসহবাসের আংশিক অথবা সম্পূর্ণ লোপসহ ধ্বজভঙ্গে উপকারী।

দাদ এবং অন্যান্য চর্মরোগেও এটার ব্যবহার আছে, ফলতঃ এটা একটি উৎকৃষ্ট সোরাদোষঘ্ন ঔষধ।

শক্তি।– ১x, ৩০, ২০০।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!