অ্যাড্রিনালিন (Adrenalinum )

ব্যবহারস্থল।—রক্তের চাপ বৃদ্ধির (ব্ল্যাড-প্রেসার) ঔষধ। দ্রুত শ্বাস-প্রশ্বাস দ্রুত নাড়ী ও হৃদযন্ত্রের দ্রুত স্পন্দনের সাথে রক্তের চাপ বৃদ্ধি হলে উপযোগী। রক্তমূত্র, রক্তাধিক্য, শ্বাসকষ্ট, হাঁপানি, শীর্ণতা, এডিসন্স-ডিজিজ (এই রোগে গাত্রচম তামাটে হয়ে যায়), ধমনীর প্রসারণ লক্ষণে ঔষধটি কাজে আসে। সহানুভূতিক স্নায়ুর উত্তেজনা জন্মায়, সুতরাং বার বার প্রয়োগ করা যুক্তিযুক্ত নয়। এটা ভয়ানক বেগবতী নাড়ীর বেগ কমিয়ে দেয়, বহুমূত্র রোগীর মূত্রের শর্করা কমিয়ে দেয়। ডাঃ বোরিক বলেন – ফুসফুস প্রদাহ, হৃদৃশূল, বমনেচ্ছা, কমন ইত্যাদির দ্বারা হৃদযন্ত্রের ক্রিয়ালোপ আশঙ্কায় এই ঔষধে উপকার পাওয়া যায়।

শক্তি।— ২x হতে ৬x চূর্ণ।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!