অ্যাডোনিস্-ভার্র্ণালিস (Adonis Vernalis)
ব্যবহারস্থল।—হৃদরোগের একটি অমূল্য ঔষধ। হৃদপিন্ডের সঙ্কোচন শক্তি বর্ধিত হয় এবং নাড়ীর বিকৃত গতি প্রকৃতিস্থ হয়। হৃদ-কপাটের বিকৃতির জন্য এটা প্রসিদ্ধ। হৃদপিন্ডের ভয়ানক ধড়ফড়ানি, শোথ ও প্রস্রাবে অ্যালবুমেন। ডাঃ ন্যাশ একটি বৃদ্ধ রোগীকে এই ঔষধ প্রয়োগ করে আশাতিরিক্ত ফল পেয়েছিলেন। হৃদযন্ত্রের বিকৃতিভাবের সাথে শোথ রোগেও উপযোগী। আমবাত বা ইনফ্লুয়েঞ্জার পরে হৃপিণ্ড অত্যন্ত দুর্বল এবং নাড়ী ক্ষীণ ও দুর্বল লক্ষণেও কার্যকরী। মোট কথা – হৃপিন্ডের যাবতীয় রোগে অ্যাডোনিস উপযোগী।
তুলনীয়। – ক্যাক্টাস –হৃপিন্ড যেন কোন লৌহময় হস্ত দ্বারা দৃঢ়রূপে মুষ্টিবদ্ধ আছে এরূপ বোধ। লরোসিরেসাস – উঠে বসলে হৃদপিন্ডের কষ্ট বৃদ্ধি, শুয়ে থাকলে উপশম। রোগী খাবি খায় ও অনবরত হাত ছোঁড়ে। সঙ্গে কার্ডিয়াক কাশি থাকে। কনভ্যালেরিয়া –ডাঃ ন্যাস জরায়ু প্রদেশে বেদনার সাথে হৃদস্পন্দন রোগের এই ঔষধে ফল পেয়েছেন। শারীরিক পরিশ্রম করার সময় বুকে ধড়ফড়ানির সাথে মুখ লাল হয়ে যাওয়া প্রদর্শক লক্ষণ। স্পাইজিলিয়া-ডাঃ ক্লার্ক বলেন -অতিরিক্ত তামাক সেবীদের হৃদপিন্ড বর্দ্ধিত হয়ে ভয়ানক বেদনা, সেই সাথে দৃশ্যমান হৃদকম্পন। জিঙ্কাম – হদযন্ত্রের উপর সূঁচবেধার মত বেদনা এবং হৃদকম্পন। রোগীর বিশেষ উৎকণ্ঠা থাকে না বটে, তবে নাড়ী অত্যন্ত দ্রুত। পুরাতন মাথার রোগ, অবসাদ, পক্ষাঘাত ও মানসিক দৌর্বল্য বিদ্যমান থাকে। ডাঃ বাট বলেন তিনি এই ঔষধের নিম্নশক্তি দ্বারা শত শত রোগী আরোগ্য করেছেন।
শিরঃরোগ।— যন্ত্রণা মাথার পশ্চাৎদিক হতে টেম্পল অস্থি (শঙ্খদেশ) ঘুরে চোখ পৰ্য্যন্ত প্রসারিত। মাথা ঘোরে। ভাবে মাথার চামড়া টান হয়ে আছে। জিহবা মলিন ঝসে গেছে এরূপ বোধ। পেটের উপর যেন একটা ভারী জিনিষ চাপান আছে। অত্যন্ত ক্ষুধা। প্রস্রাবের উপর তৈলাক্ত সরের মত পদার্থ। পরিমাণ অল্প। রোগী রাত্রে ভয়ানক স্বপ্ন দেখে। অ্যাডোনিস রোগীর ঘাড়ে বেদনা, মেরুদণ্ডে আড়ষ্টভাব এবং সর্বদা ব্যথানুভব থাকে। তুলনীয় – ডিজিটেলিস, কভেলেরিয়া, ক্র্যাটেগাস, স্ট্রোফ্যান্থাস।
শক্তি।—মূল-আরক ১০ হতে ২০ ফোঁটা মাত্রায়।