অ্যাকটিয়া-স্পাইকেটা (Actea Spicata)
ব্যবহারস্থল।—ক্ষুদ্র সন্ধির বাত রোগের ঔষধ। ডান মণিবন্ধ ও ডান বাহুর উপর ক্রিয়া অত্যধিক। ছিঁড়ে ফেলার মত বেদনা এটার নির্ণায়ক লক্ষণ। সাধারণতঃ পুরুষদের বাতরোগে বেশী ব্যবহৃত হয়। রোগী মৃত্যুভয়ে ভীত, রাত্রে প্রলাপ বকে।
প্রদর্শক লক্ষণ।—ছোট ছোট গাঁটে বাত, ছিঁড়ে ফেলার মত ব্যথা। কব্জির বাত, ফোলে, লাল হয়, নড়াচড়ায় বৃদ্ধি। সমস্ত শরীর দপ্ দপ্ করে। খাওয়ার পর ও কথা বলবার পর দুর্বলতা বোধ। ঠাণ্ডা বাতাসে হাঁপিয়ে পড়ে। পেটের ক্যান্সার রোগ। লিভার ও কিডনীস্থানে দপ্ দপ্ করে।
ক্যান্সার।— পাকযন্ত্রের ক্যান্সার রোগে পেটে অসহ্য যন্ত্রণা, মনে হয় যেন কেউ আক্রান্ত স্থান ছিড়ে ফেলছে।
সন্ধিবাত। —মণিবন্ধ, অঙ্গুলি (হাতের ও পায়ের), গুল্ফ প্রভৃতি সন্ধিস্থল বাতাক্রান্ত। বুড়ো আঙ্গুলের প্রথম গাঁটের এবং অন্যান্য আঙ্গুলের সূঁচফোটান যন্ত্রণা
সদৃশ ঔষধ।—কলোফাইলাম—জরায়ু রোগের সাথে সন্ধিবাত, সঙ্কোচনের মত বেদনা। রুটা—আঙ্গুলের পিঠের দিকে অসহ্য বেদনা। রাস-টক্স—মণিবন্ধ পিষে ফেলছে এরূপ বেদনা, নড়াচড়া করলে উপশম। পালসেটিলা – আঙ্গুলগুলি স্ফীত ও আড়ষ্ট; রাত্রে বেদনা বাড়ে, পিপাসার অভাব। ব্রাইয়োনিয়া—মণিবন্ধ ও আঙ্গুলগুলি স্ফীত, পান্ডুবর্ণ। সামান্য নড়াচড়ায় বৃদ্ধি।
যদি হঠাৎ ভয় পেয়ে বাতগ্রস্ত মোটাসোটা স্ত্রীলোকদের ঋতু বন্ধ হয়, তবে এটা কার্যকরী
বৃদ্ধি।— স্পর্শে; নড়াচড়ায়; ঠান্ডা বাতাসে; রাত্রে।
শক্তি।—৩য় শক্তি বেশী ব্যবহৃত হয়। ৬, ৩০, ২০০ শক্তি মধ্যে মধ্যে ব্যবহৃত হয়।