অ্যাকোনাইটাম-ফেরক্স (Aconitum Ferox)

হিমালয়জাত একপ্রকার উদ্ভিদ হতে প্রস্তুত।

ব্যবহারস্থল। —হৃদরোগের জন্য অত্যধিক শ্বাসকষ্টে উত্তম ফল পাওয়া যায়। শ্বাসকষ্ট এত তীব্র হয় যে, রোগী উঠে বসতে বাধ্য হয়। হৃদযন্ত্রের পেশীর পক্ষাঘাতের জন্য শ্বাসকষ্ট হলেও এটা ফলপ্রদ। প্রথমে রোগীর মানসিক অবস্থা বেশ সতেজ থাকে, কিন্তু তারপর ক্রমান্বয়ে নিস্তেজ হতে আরম্ভ হয়। শ্বাস-প্রশ্বাস এরূপভাবে হয়ে থাকে যে, কথা বলবার শক্তি পৰ্য্যন্ত লোপ পায়, এই বুঝি দম বন্ধ হয়ে গেল। অর্দ্ধ-উপবিষ্ট অবস্থায় হাতের উপর মাথা রেখে শ্বাস-প্রশ্বাস নেয়। হৃৎশূলজাত নানাবিধ কষ্টে উপযোগী। শ্বাসকষ্ট। ক্যাক্টাসের মত লক্ষণ—হৃৎপিন্ডের দৃঢ়মুষ্টিতে আবদ্ধ ভাব।

শক্তি।–Q, ১x এবং নিম্নশক্তি।

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!