অ্যাকোনাইটাম-ক্যামেরাম (Aconitum Cammarum)
ব্যবহারস্থল। –শিরঃরোগ, সেই সাথে গা-বমি-বমি ভাব ও কানে শোঁ শোঁ শব্দ। মাঝে মাঝে কিছুক্ষণের জন্য শারীরিক ও মানসিক স্তব্ধতা এবং মুখমন্ডলে, জিভে ও ঠোঁটে পিপীলিকা চলে বেড়াচ্ছে বোধ লক্ষণে, এই ঔষধটির নিম্নশক্তি ফলপ্রদ।