অ্যাসিড-নাইট্রো-মিউরিয়েটিক (Acidum Nitro-Muriaticum)
অপর নাম। —একোয়া-রিজিয়া।
ব্যবহারস্থল। প্রস্রাবে অকজ্যালিক-অ্যাসিড পাওয়া গেলে (Ozaluria) সুন্দর কাজ করে। প্রস্রাবে মূত্ররেণু পেলেও এটা উপযোগী। প্রস্রাব ঘোলা ও জ্বালাকর।
পচনশীল মুখক্ষতে এই ঔষধ মার্ক-কর, আর্সেনিক প্রভৃতি ঔষধের নাম কার্যকরী। কোষ্ঠকাঠিন্য বৃথা মলবেগ (নাক্স ভমিকা) ও মলদ্বাররোধক পেশীর সঙ্কোচন জন্য মলত্যাগে কষ্ট রোগেও এটা কার্যকরী।
ক্ষয়রোগে যখন কম্প নিম্নদেশ হতে উর্দ্ধদিকে চালিত হয় এবং সেইসঙ্গে প্রচুর ঘাম থাকে, তখন এটা কার্যকরী ঔষধ।
শক্তি।—মূল-অরিষ্ট এবং নিম্নশক্তি।