অ্যাসিড-বিউটিরিক (Acidum Butyricum)

পরিচয়।-মাখন হতে এই ঔষধটি সংগ্রহ করা হয়।

ব্যবহারস্থল। -এটার রোগী সামান্য কারণেই অস্থির হয়ে পড়ে ও অনবরত আত্মহত্যার চেষ্টা করে। নিদ্রাহীনতার জন্য অ্যাসিড-বিউরিক একটি উত্তম ঔষধ। যদিও বা রোগীর কখনও সামান্য নিদ্ৰা আসে ঐ নিদ্রা স্বপ্নপূর্ণ।

সদৃশ ঔষধ।-কঞ্চিয়া-ক্রুড়া – নিদ্রাহীনতার অন্যতম শ্রেষ্ঠ ঔষধ। কোন বিষয়ে চিন্তার জন্য অনিদ্রা সমস্ত রাত্রি ধরেই বিছানায় ছটফট বা এপাশ-ওপাশ করতে হয়। আর্স-আয়োড – বিছানায় শুয়ে রোগী সমস্ত রাত্রি ছটফট করে, আদৌ নিদ্রা হয় না। ককুলাস – বিষয়সম্পত্তি চিন্তার জন্য অনিদা অথবা অনেকদিন পর্যন্ত রাত্রি জাগিয়া অনিদ্রা। প্লাম্বাম-দিনে নিদ্রালুতা এবং রাতে অনিদ্রা। মাফনাম – অৰ্দ্ধনিদ্রা, অর্দ্ধজাগ্রত ভাব। স্কুটেলেরিয়া – নিদ্রাবস্থায় ভয়ঙ্কর স্বপ্ন দেখা, রাত্রিকালীন ভীতি। রোগীর ঘাম অত্যধিক, সামান্য নড়াচড়ায়ও প্রচুর ঘাম হয়। পায়ে খুব বেশী দুর্গন্ধযুক্ত ঘাম বের হয়। রাত্রে, দ্রুত চলাফেরায় ও সিঁড়ি বেয়ে উপরে উঠলে বৃদ্ধি।

শক্তি।-৩য় শক্তিই বেশী ব্যবহৃত হয়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!