অ্যাসিড-সার্কোল্যাকটিক (Acid Sarcolactic)
ব্যবহারস্থল।—এটার ক্রিয়া কতকটা ল্যাকটিক অ্যাসিডের মত। অতি সাংঘাতিক রকমের ইনফ্লুয়েঞ্জার আক্রমণে যেখানে অনিবাৰ্য্য বমি হতে থাকে এবং আর্সেনিক প্রয়োগে উপকার হয় না, সার্কোল্যাকটিক অ্যাসিডে আশাতীত উপকার পাওয়া যায়। দুর্দমনীয় বমির ভাব এটার চরিত্রগত লক্ষণ। পেশীর অবসাদ সহ সর্বশরীরে অসহ্য বেদনা, ক্রমে সর্বশরীরে আড়ষ্টতা। পায়ের ও কোমরের মাংসপেশীগুলির সংবেদন ক্ষমতা লোপ। রোগীর মনে হয় যেন কেউ পা জোরে সেঁটে ধরেছে।
দুর্ব্বলতা ও শ্রান্তি। সামান্য মানসিক পরিশ্রমেই অবসাদ ও দিবাশেষে শ্রান্তি বোধ এবং সেই সাথে রাতে সুনিদ্রার অভাব ও ঝিমান ভাব লক্ষণে এটা অ্যাসিড-ফস ও অ্যাসিড-মিউর-এর সাথে তুলনীয়।
বমনে। –আর্সেনিক, ক্যামিয়াম-সাল্ফ-এর সাথে সদৃশ।
শক্তি।–৩০, ২০০।