অ্যাসিড-সাইট্রিক (Acid Citric)

লেবুর রস হতে প্রস্তুত ঔষধ।

খাদ্যদ্রব্য রীতিমত পরিপাক না হয়ে স্কার্ভিরোগ দেখা দিলে ব্যবহার্য্য। মুখ ও মাঢ়ীতে ক্ষত লক্ষণে মূল ঔষধ ২ ড্রাম ৮ আউন্স পানিতে মিশিয়ে কুল্লি করলে উপকার হয়।

জ্বর।—জ্বররোগে অত্যধিক পিপাসা; বমন ও বমি-বমি ভাব নিবারণ করে। সাধারণতঃ মূল- অরিষ্ট ঔষধই ব্যবহৃত হয়।

এসিড-সাইট্রিক পীতজ্বরের (Yellow Fever) প্ৰতিষেধক বলে কথিত আছে।

ক্যান্সার বা কর্কট রোগের ক্ষতেও সেটা ব্যবহৃত হয়ে থাকে, এটার বাহ্যপ্রয়োগে যন্ত্রণার আশু উপশম হয়। মূল ঔষধ এক ড্রাম, আট আউন্স পানিতে মিশিয়ে লোশন প্রস্তুত করতে হয়।

স্ত্রীরোগেও এটার ব্যবহার আছে। যে সকল স্ত্রীলোকের প্রায় প্রতিমাসেই প্রচুর পরিমাণে ঋতুস্রাব হয়ে থাকে, তাদের পক্ষে বিশেষ উপযোগী। এস্থলে ট্রিলিয়ামের সাথে এটার তুলনা করা যেতে পারে। ট্রিলিয়ামও এমন লক্ষণে ব্যবহৃত হয়। ট্রিলিয়ানের ঋতুস্রাব পরিমাণে বেশি এবং বেশীদিন অবস্থিতি করে।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!