এসিট্যানিলিডাম (Acetanilidum)
পরিচয়।—এটা একটি খনিজ পদার্থ, নিউ রেমিডিজের অন্তর্ভুক্ত।
ব্যবহারস্থল। -জ্বরের তাপ অত্যন্ত অধিক (১০৫°–১০৬° বা অধিক) হলে, শিরঃরোগ ও স্নায়ুশূলে কার্যকরী।
প্রদর্শক লক্ষণ।— রোগীর সাধারণ দৈহিক উত্তাপ অত্যল্প (৯৬°)। একটু ঠান্ডাতেই ঠান্ডা লাগে। হৃদপিন্ড দুর্বল, অনিয়মিত। মূত্র এ বুমেনযুক্ত, পদগুল্ফ স্ফীত হয়ে পড়ে।
জ্বর।—জ্বরের তাপ যেখানে অত্যধিক (১০৫° এবং ততোধিক) হৃদপিন্ডের গতি অসম, শ্বাস-প্রশ্বাস দ্রুত, হৃদপিন্ডের স্পন্দন দ্রুত সেখানে এটাকে স্মরণ করা চলে।
তুলনীয়।– অ্যাকোনাইট – প্রবল জ্বরে রোগীর অস্থিরতা, পিপাসা, মানসিক চঞ্চলতা, মৃত্যুভয়। গাত্রদাহ এবং গাত্রত্বক শুষ্ক, ঘাম আদৌ থাকে না। পাইরোজেন—শীঘ্র শীঘ্র উত্তাপে বৃদ্ধি,
পৃষ্ঠদেশ হতে শীত আরম্ভ। রক্তদুষ্টি জনিত জ্বরে বিশেষ উপযোগী। ভিরেট্রাম-ভিরিডি-পূর্ণ, কঠিন এবং চঞ্চল নাড়ীযুক্ত অত্যধিক উত্তাপবিশিষ্ট জ্বরে উপকারী। বেলেডোনার মত মস্তকে অত্যাধিক রক্তসঞ্চয় এবং ধমনীগুলিও দপদপ করে।
শিরঃরোগ ও স্নায়ুশূল। —১ হতে ৩ গ্রেণ মাত্রায় ক্রুড ঔষধ ব্যবহারে আশু উপকার হয়; এটা একটি অবসাদক ঔষধ।
শক্তি। ২x বা ৩য় ক্রম ব্যবহার্য্য।