এবিস-নাইগ্রা (Abies Nigra )

পরিচয়। এটাকে পাইনাস-নাইগ্রা ও ব্ল্যাক-স্পুস বলে।

ব্যবহারস্থল। —এই ঔষধটির ক্রিয়া পাকাশয়ের শ্লৈষ্মিক আবরণের উপরই অধিক। এই ঔষধ বৃদ্ধদের রোগের ক্ষেত্রে এবং অতিরিক্ত ডিম ও চা সেবন করে অজীর্ণরোগে ভুগতে থাকলে বিশেষ উপযোগী

এবিস-নাইগ্রায় জ্বরও দেখা যায়। পর্যায়ক্রমে শীত ও উত্তাপ বোধ লক্ষণে, পুরাতন সবিরাম জরের ক্ষেত্রে এটা কার্যকরী।

প্রদর্শক লক্ষণ।– খাওয়ার পরক্ষণেই পেটে বেদনা। (কিন্তু আহারের পরে পেটে বেদনা কমে – অ্যানাকার্ডিয়াম; পাকস্থলীর বেদনা আহারের পরে এবং উষ্ণ পানীয় ও দুধে সাময়িকভাবে কমে –এ্যাফাইটিস)। বুকের কাছে যেন একটি ডিমের মত শক্ত পদার্থ আটকিয়ে আছে এমন অনুভূতি। (পাকস্থলীতে ক্ষুদ্র পিড বা ডেলা রয়েছে এই প্রকারের অনুভূতি – ব্রাইয়োনিয়া, চায়না এবং পালসেটিলা ঔষধে আছে)। সকালে ক্ষুধা থাকে না, কিন্তু দুপুরে ও সন্ধ্যায় খুব ক্ষুধা। নিঃশ্বাসে দুর্গন্ধ। শুইলে হাঁপিয়ে পড়ে। পুরাতন ম্যালেরিয়া জ্বর ও সেইসঙ্গে উদর-লক্ষণ। চা ও তামাক খাওয়ার ফলে অজীর্ণরোগ।

শক্তি।–১, ৩, ৬, ৩০। “

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!