সিনাবেরিস (Cinnabaris)
ব্যবহারস্থল। -এটা একটি পারদ ঘটিত ঔষধ এবং মার্কারির সমগুণ সুতরাং সিফিলিস ধাতুগ্রস্ত ব্যক্তির পক্ষে উপযোগী। অক্ষিপুটের স্নায়ুশূল এবং শক্ত কিনারাযুক্ত ক্ষতে বিশেষ উপযোগী। আক্রান্ত স্থান অত্যন্ত লালবর্ণ হওয়া এটার প্রকৃষ্ট লক্ষণ। রোগী অত্যন্ত কোপন স্বভাব। কোষ্ঠবদ্ধ, দুর্গন্ধ ঘাম এবং জিহবায় ক্লেদ।
চোখের অসুখ। চোখের অশ্রুপ্রণালী হতে শঙ্খ পর্যন্ত বেদনা; চোখকোটরে তীব্র চিড়িকমারা বেদনা; চোখ অত্যন্ত লাল; চোখের পাতা স্ফীত; কোণদ্বয় লাল; গাঢ় পুঁজ বের হয়; আলোকাতঙ্ক। অক্ষিপুটের স্নায়ুশূল।
গলরোগ। নাকের পশ্চাৎ রন্ধ্রের ভিতর দিয়ে গলমধ্য পর্য্যন্ত দুশ্ছেদ্য শ্লেষ্মা যাতায়াত করে; মুখ ও গলমধ্য অত্যন্ত রক্তবর্ণ; গলমধ্যের ক্ষত অগ্নিবৎ চকচকে দেখায়। গিলতে গেলে তীব্র চিড়িকমারা ব্যথা।
পুংজননেন্দ্রিয়।– শিশাবরক ত্বক স্ফীত ও লালবর্ণ, লিঙ্গের উপর ও অন্য গুহ্যস্থানে মোরগ ঝুঁটির মত শক্ত উপমাংস। টেষ্টিসের যে কোন বেদনা, প্রদাহিত স্থান লালবর্ণ; গাত্রচর্মে লালবর্ণ দাগ; সিফিলিসের ক্ষত অত্যন্ত লালবর্ণ, কিনারা উঁচু ও স্পর্শকাতর।
তুলনীয়।– শাদা স্নাফ (slaugh) যুক্ত উপদংশজ ক্ষত। ক্ষতের চারিধারে granulation বা মাংসাঙ্কুর, সেটাতে হাত লাগলেই রক্তপাত হয়, ক্ষতের ভিতরে যেন কেউ কাঠি দিয়ে খুঁচিতেছে এমন অনুভূতি এটার আর একটি বিশেষ লক্ষণ। ক্যালোট্রপিস -উপদংশ ক্ষতের একটি বিশিষ্ট ঔষধ, এটা প্রয়োগে শীঘ্রই ক্ষত আরোগ্য হয়। মার্ক-কর, মার্ক-সল, মার্ক-আয়োড – উপদংশজ যে কোন প্রকার ক্ষতে বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হতে পারে।
শক্তি।–৩x বিচূর্ণ, ৬, ৩০, ২০০।