ক্রাইসোরোবিনাম (Chrysorobinum)

দুর্মনীয় চর্মরোগ, দাদ, চর্মরোগের জন্য চুল উঠা ও বয়োব্রণ। জলপূর্ণ পীড়কার উপর মামড়ি পড়ে, নির্মল মুখ ক্রমশঃ সংযত হয় এবং আক্রান্ত স্থান ব্যাপিয়া মামড়ি পড়ে। শুষ্ক আঁইসযুক্ত উদ্ভেদ, বিশেষতঃ চোখ ও কর্ণের নিম্নভাগে দেখা দেয়। কর্ণের পশ্চাৎভাগে কাউর ঘা, অপরিষ্কার মামড়িযুক্ত।

বাহ্যিক প্রয়োগে ৪ হতে ৮ গ্রেণ ঔষধ ১ আউন্স ভেসেলিন সংমিশ্রণে ব্যবহৃত হয়। আভ্যন্তরিক প্রয়োগে ৩য় হতে ৬ষ্ঠ শক্তি। আভ্যন্তরীণ প্রয়োগে সাবধান হওয়া উচিত কারণ এটার ক্রিয়া প্রদাহ উৎপন্ন করে।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!