অ্যাসিড-ক্রমিক (Acidum Chromicum)

ব্যবহারস্থল। -এটাও কার্বলিক-অ্যাসিডের মত একটি পচন-নিবারক, জীবাণুনাশক ও দুর্গন্ধহারক ঔষধ। ডিথিরিয়া, পশ্চাৎ দিকের নাসার অর্বুদ এবং জিহবার ক্যান্সার রোগে বিশেষ উপযোগী। এটার লক্ষণাদি হঠাৎ আবির্ভূত হয়ে হঠাৎ চলে যায় এবং পুনরায় প্রকাশিত হয়।

নাকের রোগ। -নাক মধ্যে ক্ষত, মাড়ী পড়ে এবং চটা চটা ঘা হয় (অ্যাসাফি)। উদরাময় ও অর্শ।– পানির মত প্রচুর মল, বার বার মলত্যাগের ইচ্ছা, সেই সঙ্গে বিবমিষা। আভ্যন্তরিক রক্তস্রাবী অর্শরোগের সাথে কোমরের দুর্বলতা থাকলে, অ্যাসিড-ক্রমিক ব্যবহার করা চলে (সাইলি, সিঙ্কোনা, ক্যাল্কে-ফস)।

ডিফথিরিয়া।ডিথিরিয়া রোগে গলায় ক্ষত হয়, আঠার মত ঘন শ্লেষ্মা উঠে। রোগী সেটা গিলে ফেলে।

সদৃশ ঔষধ। -ল্যাক-ক্যানাইনাম-বেদনা ও পর্দাপড়া পার্শ্ব পরিবর্তন করে; একবার ডানদিকে পরদিন বামদিকে উপস্থিত হয়। ল্যাকেসিস রোগ বামদিক হতে আরম্ভ করে ডানদিকে চালিত হয়, আক্রান্ত স্থান বেগুনে রং বিশিষ্ট্য। মার্ক-সায়েনেটাস -সাংঘাতিক আক্রমণে গয়ার অত্যন্ত ঘন ও তারের মত। মার্ক-প্রোটো-আয়োড-লাইকোপোডিয়ামের মত শরীরের ডানদিক অধিক আক্রান্ত হয়। পর্দা প্রথমতঃ ডানদিকেই সঞ্চিত হয়, তার পর বামদিকে ছড়িয়ে পড়ে। মার্ক-বিন্ আয়োড- পর্দা বামদিকে আরম্ভ হয়, টন্সিলের উপর হলুদাভ ছাই রংয়ের পর্দা পড়তে থাকে।

সম্বন্ধ। কেলি-বাই, অ্যাসিড-মিউর, মার্ক-সল, আর্জ, থুজা।

শক্তি।– ৩x, ৬x, ৩০, ২০০।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!