ক্লোরাম (Chlorum)
ব্যবহারস্থল।-এই ঔষধটি শ্বাসযন্ত্রের রোগ ক্ষেত্রে বিশেষ ফলপ্রদ। শ্বাসনলীর দ্বারদেশে আক্ষেপ (spasm) এটার শ্রেষ্ঠ লক্ষণ। দুষ্টক্ষত রোগেও এটার আভ্যন্তরিক ব্যবহার প্রচলিত আছে।
কণ্ঠনালীর আক্ষেপ রোগ, অজীর্ণতা জন্যই হোক কিম্বা দাঁত উঠবার সময়ই হোক-শিশুর পক্ষে ক্লোরাম, কুপ্রাম বা ক্যাল্কেরিয়া অপেক্ষাও শ্রেষ্ঠ ঔষধ।
শক্তি। -নিম্নক্রম, ৩x, ৬x শক্তিই ব্যবহাৰ্য্য।