চিরতা (Gentiana Chirata)
পরিচয়।এটা দেশীয় ঔষধ; বিখ্যাত জ্বরঘ্ন পাচনের পক্ষে এটার ব্যবহার আছে, শুধু চিরতার পানিতেও অনেক পুরাতন জ্বর আরোগ্য হতে দেখা গেছে। গিত্তাধিক্যে চোখ-মুখ, হাত-পা জ্বালায় বিশেষ উপকারী; চর্মরোগেও এটার ব্যবহার আছে।
ব্যবহারস্থল। – ম্যালেরিয়া ও পৈত্তিক জ্বর; চর্মরোগে; প্লীহা-যকৃতের বৃদ্ধি।
প্রদর্শক লক্ষণ।-রোগী উৎসাহশূন্য, অলস, সদাই শুয়ে থাকতে ইচ্ছা, মস্তকে বেদনা প্রথমে দুই রগে প্রকাশ পায়।
পিত্তাধিক্যের জ্বালা, চোখ ও নাক হতে আগুনের ঝলক বের হয়, সকালে মুখের বিস্বাদ এবং সেটা হতে দুর্গন্ধ নিঃসরণ। তিতো এবং মাংস খাওয়ার ইচ্ছা। প্লীহা ও যকৃতের বৃদ্ধি।
জ্বর। -নূতন-পুরাতন উভয়বিধ ম্যালেরিয়া জ্বর, পৈত্তিক জ্বর, সকালে বিকালে যে কোন সময়ে আসতে পারে, সকালের জ্বরে শীত ও উত্তাপের সময় পিপাসা থাকতে পারে, কিন্তু বিকালের জ্বর প্রায়ই ঘুষঘুষে প্রকৃতির এবং অল্প উত্তাপবিশিষ্ট হয়, তাতে শীত বা পিপাসা থাকে না, পিত্তের প্রকোপ অত্যন্ত অধিক, এটা কুইনিয়া-ইন্ডিকার তুল্য ঔষধ। প্রায় একই লক্ষণ এবং একই প্রকৃতির জ্বরে ব্যবহৃত হয়। জ্বরের অন্যান্য দেশীয় ঔষধ, কালমেঘ, রোহিতক, ওলডেন-ল্যান্ডিয়া বা ক্ষেতপাপড়ার বিষয় চিন্তা করা যেতে পারে।
কিডনী প্রদাহ।– ডানদিকের কিডনীতে চিনচিনে বেদনা (dull pain)। প্রস্রাব করার সময়ে জ্বালা, প্রস্রাব লাল।
ধাতুদৌর্বল্য।-অল্প অল্প শুক্রক্ষয় হয়। পুংজননেন্দ্রিয়ের শিথিলতা প্রকাশ পায়।
তুলনীয়।– অ্যাগ্লাস, অ্যাভেনা-স্যাটাইভা, কার্বোনিয়ম-সাম্ফ, ইউরেনিয়াম-নিট, সোলেনিয়াম।
শক্তি।-৪ (স্থুল মাত্রায়) ১x, ৩x, ৬x।