চিওন্যান্থাসভার্জিনিকা ( Cheonanthus Virginica)

ব্যবহারস্থল।-কোষ্ঠবদ্ধতা, দুর্বলতা, পিত্তশূল, ন্যাবা, যকৃতের কাঠিন্য প্রভৃতি রোগ ও শিরঃরোগ। কোন কোন চিকিৎসক এই ঔষধটিকে যকৃতের টনিকরূপে ব্যবহার করতে উপদেশ দিয়ে থাকেন।

প্রদর্শক লক্ষণ।-যকৃত খুব বড় হয়, কাদা কাদা মল, ন্যাবা এবং লালবর্ণের মূত্র ও রক্তশূন্যতা। যকৃত প্রদেশে স্পর্শ করলে বেদনা অনুভব। পর্যায়ক্রমে ন্যাবা ও রক্তশূন্যতা। পাকযন্ত্রের ভিতর আঁটিয়া ধরা ভাব, কোন জীব নড়ে বেড়াচ্ছে বোধ। বাম গুল্ফ ও আঙ্গুলের মূল এবং পায়ের হাড় বেদনা। ঋতুবন্ধ হয়ে রক্তশূন্য হওয়ার পর রোগিণীর গাত্রবর্ণ হলদে। কোষ্ঠবদ্ধতাসহ ন্যাবারোগে রোগী শয়ন করার সময় আলকাতরার মত কাল রংয়ের মলত্যাগ করে। পিত্তপাথুরী ও পিত্তশূল। সময় সময় হুড়মুড় করে মলত্যাগের বেগ হয়, কিন্তু পায়খানায় গেলে বিশেষ মলত্যাগ করে না। মেরুদন্ডের মধ্যস্থলে বেদনা হয়।

সম্বন্ধ।-চেলি, কার্ডয়াস, লেপ্ট্যা, চায়না, ব্রাইও, মার্কারি, সিয়ানোথাস, নেট্রাম-মিউর, স্পাইজি সদৃশ।

তুলনীয়। পিত্তবমনে-ব্রাইও, ইউসেপ, আইরিস। সবুজ ফেনাযুক্ত মলে-গ্র্যাটি, কেলি-বাই, ম্যাগ-কার্ব, মার্কারি। বেদনায় -আর্নিকা, ব্যাপটিসিয়া, নাক্স। পেটের ভিতর কোন জীবন্ত পদার্থ নড়ছে লক্ষণে -ক্রোকাস, থুজা তুল্য।

শক্তি।-মূল-অরিষ্ট ও ৩x ক্রম।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!