চেলোনগ্লাব্ৰা (Chelone Glabra )

পরিচয়।এটার অপর নাম স্নেক-হেড।

ব্যবহারস্থল।-দুর্বলতা, ঘুসঘসে জ্বর, ন্যাবা, যকৃতের রোগ, কুইনিন অপব্যবহার জনিত রোগ ও ক্রিমি রোগে উপকারী। যকৃতের রোগে এটার ক্রিয়া অনেকটা চেলিডোনিয়ামের মত। যকৃতের বামদিকের বেদনা নিম্নদিকে সঞ্চারিত হলে এতে উপকার হয় (ডাঃ হেল)। অরুচি, কোষ্ঠকাঠিন্য ও দুর্বলতা সংযুক্ত ন্যাবা রোগ। মনে হয় যেন যকৃতের কোথাও ছাল উঠে ব্যথা হচ্ছে। যকৃতের ব্যথার জন্য সমস্ত শরীরেও ব্যথা হয়। যকৃত সংক্রান্ত কম্পহীন জ্বর।

তুলনীয়।-চায়না, চেলিডো, কার্ডয়াস, সিনা ও হাইড্রাষ্টিস তুল্য। ডাঃ বার্ণেট যকৃতের রোগে এটা ব্যবহার করতে উপদেশ দেন।

শক্তি।-মূল-অরিষ্ট ১ হতে ৫ ফোঁটা মাত্রায়।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!