সিরিয়ামঅক্সালিকাম (Cerium Oxalicum)

পরিচয়।-এটার অপর নাম সিরাস-অকজ্যালেট।

ক্রিয়াস্থল।-স্ত্রীজননেন্দ্রিয়ের উপর কার্যকরী

ব্যবহারস্থল।-গর্ভাবস্থায় বমন এটার প্রধান লক্ষণ।

তুলনীয়।– গর্ভাবস্থায় বমনেচ্ছা ও বমন-এসারাম ও ইপিকাক। আহারের পরেই বক্ষঃস্থলে বেদনা এবং জ্বালা -বিস্মাথ। অন্যান্য ঔষধ ব্যর্থ হলেও উপকারী – কেলি- স্যালিসাইলিকাম 1 অনবরত বমি, গা-বমি-বমি ভাব, মুখ দিয়ে পানি উঠা ইত্যাদি কষ্টকর লক্ষণে-সিম্ফোরি-কার্পাস- রেসিমোসা। মুখ দিয়ে মিষ্ট পানি উঠা সহ দুর্দম্য বমনে অনেক সময়ে প্রয়োজন হয়-ক্রিয়োজোট। বমনে অজীর্ণ দ্রব্যাদি তুলে ফেলে। জরায়ুর ভিতর চুলকানি। বমন, অল্পক্ষণস্থায়ী কাশি থাকে। পাকস্থলীর ভিতর উদ্ভেদ হয়ে রোগিণীর তীব্র বমন হতে থাকে। মোটাসোটা স্ত্রীলোকদের বাধক বেদনা বা রজঃস্বল্পতা রোগে এবং বয়োসন্ধিকালের রোগের সাথে যদি হৃৎকম্পন থাকে তবে এটা উপযোগী। রোগিণীর স্রাব আরম্ভ হলে যন্ত্রণার উপশম দেখা যায় (ল্যাকেসিস, স্পঞ্জিয়া)। হুপিং কাশির সাথে বমনে এটা ড্রসেরার তুল্য। কাশতে কাশতে বুকে অনেক সময় মুখ হতে রক্ত বের হয়।

শক্তি।– ৩x, ৬x, ৬, ১২ শক্তি।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!