সিরিয়াস–সার্পেন্টিনাস (Cereus Serpentinus)
পরিচয়।-এটাও ক্যাক্টাস জাতীয় গুল্ম।
ব্যবহারস্থল। -অত্যন্ত ক্রোধাৰিত স্বভাব, বিছানায় অসাড়ে প্রস্রাব করা, নাক দিয়ে রক্তপড়া, হৃৎপিন্ডমধ্যে বেদনা, ধ্বজভঙ্গ প্রভৃতি ক্ষেত্রে উপযোগী। রোগী মনে করে যেন তার শরীর অসাড় হয়ে যাচ্ছে, রেতঃপাত হতে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে পড়ে, সেই সঙ্গে অন্ডকোষে অত্যধিক বেদনা।
সম্বন্ধ।–ক্যাক্টাস, কোনায়াম, সোরিণাম, অ্যানাকার্ডিয়াম তুল্য।
শক্তি। মূল-অরিষ্ট, ৩x, ৬x ক্রম।