সিরিয়াস-বনপ্ল্যান্ডাই (Cereus Bonplandi)
পরিচয়। ক্যাক্টাস জাতীয় গাছড়া।
ব্যবহারস্থল।-হৃত্যন্ত্রের রোগে ক্যাক্টাসের মত কাজ করে। রোগী তার বামদিক হতে হৃৎপিন্ডের ভিতর দিয়ে বক্ষঃস্থলে বেদনা অনুভব করে; সেজন্য শ্বাস-প্রশ্বাসে কষ্ট বোধ। হৃৎপিণ্ডের দৃঢ়বদ্ধভাব; হৃৎপিন্ডের দোষের সাথে তার মুখে অনবরত লালা জমে। সে যে-কোন দ্রব্যই আহার করুক না কেন, সকলই স্বাদহীন মনে হয়। রোগী অনবরত কাজে নিযুক্ত থাকতে চায়। জগতের নানাবিধ উপকার, এরূপ মহৎ কাজ করার আকাঙ্ক্ষা। মনে করে, ‘ভগবানের কাছে সে অমার্জনীয় অপরাধ করেছে।’ রেতঃপাতের পর অন্ডকোষে বেদনা।
শক্তি।– ৩x, ৩, ৩০ ইত্যাদি।