সিরেসাস ভার্জিনিয়ানা (Cerasus Virginiana)
পরিচয়।– গাছের তাজা ছাল হতে আরক তৈরী হয়।
ব্যবহারস্থল। — যারা দীর্ঘকাল হৃত্যন্ত্রের রোগে ভুগে অত্যন্ত হীনবল হয়ে পড়ে তাদের দুর্বলতা নিবারণে এই ঔষধ বিশেষ কাজ করে। অন্যান্য রোগের পরও যদি রোগী অত্যন্ত হীনবল হয়ে পড়ে তাতেও এটা প্রয়োগ করা চলে। এটার রোগীর হৃত্যন্ত্রের গতি ক্ষীণ নাড়ী সবিরাম ও দ্রুত। অজীর্ণরোগ অম্ল যা খায় তাই অম্লে পরিণত হয় কোন জিনিষ তাড়াতাড়ি হজম হয় না ও সেই সঙ্গে মুখ দিয়ে পানি উঠে। নাড়ী মাঝে মাঝে বন্ধ হয় আবার চলে। রোগী ক্ষুধাহীন। শুক্রক্ষয় হেতু দুর্বলতা। জ্বর বা কোন সাংঘাতিক রোগের পরবর্ত্তী হীনবলতা। অতিরিক্ত শুক্রক্ষয় জনিত দুর্বলতা।
তুলনীয়।– হৃদ্রোগ জনিত দুর্বলতায় অর্জুন। অন্যরোগের পর হীনবলতায় চায়না ক্যাল্কেরিয়া-ফস। শুক্রক্ষয় জনিত হীনবলতায় অ্যাসিড-ফস।
শক্তি।-মূল-অরিষ্ট ১x ২x ৩x ৬ শক্তি ব্যবহাৰ্য্য।