সিনেরেরিয়া (Cineraria Maritima Succus)
পরিচয়।-এটার অপর নাম সিনেরেরিয়া-মেরিটিমা-সাক্কাস।
ব্যবহারস্থল। -ছানিরোগে এটা একটি উত্তম ঔষধ। বিশেষতঃ বৃদ্ধ বয়সের ছানি-রোগে। এটা ব্যতিরেকে চোখের শ্বেতক্ষেত্রে কোন প্রকার আঘাতজনিত রোগে এই ঔষধ দ্বারা উপকার হয়। ছানিরোগে দিনে ৩/৪ বার এক ফোঁটা করে প্রয়োগ করলে ছানি কাটিয়া যাবার সম্ভাবনা। দীর্ঘকাল ব্যবহার করতে হয়।
শক্তি -মূল-অরিষ্ট