সেংক্রিস–কন্টরট্রিক্স (Cenchris Contortrix)
পরিচয়। আমেরিকার একজাতীয় সর্পের বিষ।
ব্যবহারস্থল।-অন্ধত্ব, চোখস্ফীতি, হৃদযন্ত্রের রোগ, প্রদর, রক্তাধিক্য, ডিম্বকোষের বেদনা, যোনিদ্বারে উদ্ভেদ, শিরঃরোগ প্রভৃতি।
ডাঃ ক্লার্ক বলেন, সেংক্রিস স্ত্রীলোকদের জননেন্দ্রিয়ের নানাপ্রকার রোগে, শ্বাসযন্ত্রের প্রদাহাদিতে এবং উদরাময়ে সেব্য। বক্ষঃস্থলের ডানদিকে ও জননেন্দ্রিয়ের বাম পাশে বেশী আক্রান্ত হয়। রোগী কাশতে কাশতে বুকে প্রস্রাব করে ফেলে। নিদ্রা আসিলে তার শ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম হয়, সুতরাং ল্যাকেসিস রোগীর মত সে ঘুমের নামে ভীত হয়ে পড়ে। কাশি শুষ্ক, বেলা ৩টার সময় আরম্ভ, কাশির সময় তাঁর অত্যন্ত অস্থিরতা ও শ্বাসবদ্ধ ভাব। প্রদরস্রাব পীতবর্ণের, ডানদিকের ডিম্বাধার মধ্যে প্রবল ব্যথা, ঋতুর সময় কোমরে অত্যন্ত ব্যথা অনুভব করে, সেজন্য সে বসে থাকতে পারে না। এটা হত্যন্ত্রের নানাবিধ বিকৃতির জন্যও কাজ করে। এত জোরে বুক ধড়ফড় করতে থাকে যে রোগী মনে করে তার সমস্ত বক্ষঃস্থল প্রসারিত হচ্ছে, (ভাইপেরা)। সেই সঙ্গে হৃৎপিন্ডে অত্যন্ত বেদনা। রোগী আচ্ছন্ন ও অর্ধচেতন। তার মানসিক উদ্বেগ অত্যন্ত প্রবল, সদাই মনে করে যেন তার হঠাৎ মৃত্যু হবে। হর্ষ ও বিষাদ পর্য্যায়ক্রমে উপস্থিত হয়, নিদ্রার ভিতর কামোত্তেজক স্বপ্ন বেশী দেখে। ভ্রূ ও চোখের মধ্যস্থল ফুলে উঠে যেন চক্ষের উপর একটি পানির থলি ঝুলিতেছে। (কেলি-কার্ব রোগীর চক্ষের উপর পাতা, এপিসের নীচের পাতা ফুলে এবং ইগলফোলিয়ার উভয় পাতা ফোলা)। এটার প্রাতঃকালীন উদরাময় পানির মত ও কাল। সকালবেলা পায়খানায় ছুটে যেতে হয়। রাত্রে বিছানায় শুইবামাত্র প্রস্রাবের বেগ আসে, তৎক্ষণাৎ উঠে প্রস্রাব করতে যায়, কিন্তু প্রস্রাব ফোঁটা ফোঁটা হয়। দিনের বেলা তার গলায় বেদনা, মনে হয় যেন কেউ তার গলা চেপে ধরেছে। (ল্যাকেসিস রোগী সদাই গলা খোলা রাখে)। এটার লক্ষণাবলী বহু ক্ষেত্রেই ল্যাকেসিসের তুল্য তবে এতে ডানদিকের ডিম্বাধার আক্রান্ত হয়, ল্যাকেসিসের হয় বামদিকের।
বৃদ্ধি : শুইলে; বিকালে; সন্ধ্যাকালে; রাতে।
হ্রাস। বরফ খেলে (গা-বমি-বমি)।
শক্তি। – ১২x, ৩০, ২০০ শক্তি ।