সিয়ানোথাসঅ্যামেরিকানাস (Ceanothus Americanus)

পরিচয়। এটার অপর নাম রেড-রুট বা রক্তমূল।

ব্যবহারস্থল।-প্লীহার একটি উত্তম ঔষধ। ম্যালেরিয়া জ্বর ও কুইনিনের অপব্যবহারের ফলে যাদের প্লীহা বর্দ্ধিত হয় তাদের পক্ষে বিশেষ ফলপ্রসূ। প্লীহা যত বড়ই হোক না কেন, যদি প্লীহার মধ্যে বেদনা থাকে, সমস্ত বামদিকটা বেদনাক্রান্ত হয়, প্রবল বমন, অত্যন্ত শ্বাসকষ্ট, ঘাম অত্যধিক এবং সময় সময় যকৃৎপ্রদেশে বেদনা থাকে, তবে এটা উপযোগী। রোগী বাম পাশ চেপে শুইতে পারে না। স্মরণ রাখা কৰ্ত্তব্য সিয়ানোথাস বাম পাশের রোগেই বিশেষ উপযোগী (ডান পার্শ্বের রোগে-লাইকো, চেলিডো)। তুলনীয়। -ইউক্যালিপ্টাস – প্লীহা প্রথমে বড় হয়, তারপর বেদনা দেখা যায়। বেদনা এত বেশী যে রোগী তার প্লীহার স্থানে হাত পৰ্য্যন্ত ছোঁয়াতে দেয় না। প্লীহা রোগের সাথে সাধারণতঃ উদরাময় দেখা যায়, কিন্তু সিয়ানোথাসের প্লীহার সাথে কোষ্ঠকাঠিন্য বিদ্যমান থাকে।

স্ত্রীরোগ।-স্ত্রীলোকগণের নির্দিষ্ট সময়ের ১০ দিন আগে ঋতুস্রাব এবং ঐ স্রাব প্রচুর। প্রদরস্রাব হলুদবর্ণের; প্রদরস্রাবের সাথে বামদিকের কুক্ষিদেশে অত্যন্ত বেদনা। রোগিণী অত্যন্ত শীতকাতর।

সম্বন্ধ। সিড্রণ, অ্যাগারি, চায়না, নেট্রাম-মিউর প্রভৃতি।

শক্তি।-মূল-অরিষ্ট, ১x, ৩x, ৬xi বাহ্যপ্রয়োগে মূল-অরিষ্ট।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!