কাৰ্ব্বোনিয়াম হাইড্রোজেনিসেটাম (Carboneum Hydrogenisatum)
পরিচয়।-এটার অপর নাম ঈথিন বা হাইড্রোজেন-ডাই-কার্বাইড।
ব্যবহারস্থল। সন্ন্যাস ও ধনুষ্টঙ্কার রোগ। শিরোঘূর্ণনের সাথে শ্রুতি-ভ্রমে। চোখের সম্মুখে কালবর্ণের পদার্থ নড়াচড়া করে। চোখতারকা বিস্ফারিত বা সঙ্কুচিত হয়ে ক্ষীণ-দৃষ্টি। রোগীর মুখমন্ডল নীলবর্ণ বা ফ্যাকাসে ও রক্তহীন। মূর্ছার সময় বা ধনুষ্টঙ্কারের সময় চোয়াল আটকিয়ে যায়, মুখ হতে ফেনা বের হয়, কখনও বা রক্তমিশ্রিত ফেনা। রোগীর পাতলা, চাউলধোয়া পানির মত মল, অসাড়ে মল-মূত্র নিঃসৃত হয়। আক্ষেপিক কাশি, শ্বাসকষ্ট এবং বুকের ভিতর ছিঁড়ে ফেলার মত বেদনা। ফুসফুসের তলদেশে শ্লেষ্মাময় বুদবুদ শব্দ, বুকের ভিতর ঘড়ঘড় শব্দ। রোগীর হস্ত- পদাদি অসাড়, নিস্তেজ ও কম্পনশীল, শীতল, দেহ ঘর্মাক্ত, নাড়ী দ্রুত, অনিয়মিত, ক্ষীণ ও দুর্বল। হৃৎস্পন্দন আস্তে আস্তে হয়। রোগীর মানসিক লক্ষণ একটু বিচিত্র। সকল বিষয়েই আনন্দ প্রকাশ করে, জীবনটা সুখের ও উন্নত বলে ভাবে। খুব ধীরে ধীরে প্রশ্নের উত্তর দেয়। সমগুণ।- ধীরে প্রশ্নের উত্তর দেয়-মার্ক, হেলি, ফস, অ্যাসিড-ফস। সংবদ্ধভাবে উত্তয় দেয়-আর্ণিকা, অ্যাসিড- ফস। তাড়াতাড়ি উত্তর দেয়-সিমিসি, সিনা, রাস টক্স।
শক্তি।-৩, ৬, ৩০ ক্রম ব্যবহৃত হয়।