ক্যাঞ্চালাগুয়া (Canchalagua )

পরিচয়।– এটার অপর নাম সেন্টাউরী।

ব্যবহারস্থল।-এটা ইন্‌ফ্লুয়েঞ্জা এবং ম্যালেরিয়া জ্বরের একটি শ্রেষ্ঠ ঔষধ। রোগীর ভয়ানক শীত ও কম্প হয়ে থাকে। শীতের ছোটে রোগীর দাঁত ঠক্ ঠক্ করে কাঁপে এবং হাত-পা ও মুখ বিবর্ণ হয়ে যায়। ডাঃ ডাট এই ঔষধদ্বারা বহু ম্যালেরিয়া রোগী আরোগ্য করেছিলেন। একটি বিশেষ লক্ষণ-যে মুহূর্তে জ্বর ছেড়ে যায়, সেই মুহূর্তে রোগীর রাক্ষুসে ক্ষুধা পায়। শরীরে আঘাত লাগার মত ব্যথা, বমনোদ্রেক, ঠান্ডা মোটেই সহ্য হয় না। রোগীর মাথাটি যেন নিরেট, মাথার উপরের চামড়া যেন রবার দ্বারা চতুর্দিকে টানা আছে এরূপ অনুভব। চোখে জ্বালা, কানের ভিতর সোঁ, সোঁ, ভোঁ ভোঁ শব্দ হয়। কোষ্ঠকাঠিন্য। বহুব্যাপক সর্দিও ইহাদ্বারা আরোগ্য লাভ করে।

শক্তি।– ১x, ২x, ৩x, ৬x ও ৩০ ক্রম ব্যবহাৰ্য্য।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!