ক্যালথা পেলাসট্রিস (Caltha Palustris)
ব্যবহারস্থল।-পেটে ব্যথা, বমন, মাথার যন্ত্রণা, কর্ণনাদ, মূত্রাল্পতা এবং উদরাময়, প্রভৃতি রোগে উপযোগী। পোড়ানারাঙ্গা ভীষণ চুলকাইলে এই ঔষধ ব্যবহার্য্য। কার্বোনিয়াম – অক্সিজেনিসেটাম তড়কার যেমন একটি উৎকৃষ্ট ঔষধ, চর্মরোগে হার্পিসজষ্টার ক্রণিক দাদ ও পেমফিগাস বা পোড়ানারাঙ্গা রোগেও তেমনি উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। অনিদ্রা এবং ঘুম ঘুম ভাব এটার বিশেষ লক্ষণ। রেডিয়াম-ব্রোমাইড-জ্বালা এবং অত্যন্ত চুলকানি, সমস্ত শরীর চুলকায় এবং আগুনের মত জ্বালা করে। হিপার-সালফার -বেদনা এবং চুলকানিযুক্ত, পোড়ানারাঙ্গা, সেটা হতে যে রস বের হয় তাতে পচা দুর্গন্ধ। রাস-টক্স-অত্যন্ত চুলকানি এবং জ্বালা। উদ্ভেদের মূলদেশ লালবর্ণ দেখায়। এপিস-জ্বালার সঙ্গে হুলফোটানো ব্যথা বিশেষ নির্দিষ্ট লক্ষণ। ক্যান্থায় চোখের চারিদিক ফোলে, এপিসে চোখের নীচের পাতা ফোলা; নেইট্রিক অ্যাসিড ফোস্কার মত উদ্ভেদে যেমন জ্বালা, তেমনি খোঁচা মারা বেদনা। রোগীর মুখ বিশেষতঃ চোখের চারিদিকে অত্যন্ত ফুলে উঠে। উরুর উপর পুঁজময় ও কভুয়নযুক্ত উদ্ভেদ বের হয়। জরায়ুর কর্কটরোগ।
শক্তি।– মূল-অরিষ্ট।