ক্যালেন্ডুলা – অফিসিন্যালিস (Calendula Officinalis)
পরিচয়।-এটার অপর নাম মেরিগোল্ড বা গাঁদা।
ব্যবহারস্থল। প্রায় সকল প্রকার ক্ষতেই ব্যবহৃত হয়। ক্যালেন্ডুলাকে হোমিওপ্যাথিক অ্যান্টি- সেপ্টিক ঔষধ বলা হয়। হঠাৎ কোন স্থান কাটিয়া গেলে বা ছিঁড়ে গেলে এটার লোশন লাগিয়ে. বাঁধিয়া দিলে সঙ্গে সঙ্গে রক্তপড়া এবং পুঁজোৎপত্তি বন্ধ হয়। ক্যালেন্ডুলার ক্ষতাদি আরোগ্য করার ক্ষমতা অসীম। ক্যালেন্ডুলার লোশন ও মলম পচা ঘায়ে ব্যবহারে বিশেষ ফল হয়। তুলনীয় :- আর্ণিকা – সামান্য আঘাত লেগে থেঁতলাইয়া গেলে ও আঘাতের ফলে কালশিরা পড়লে। ক্যালেন্ডুলা – চামড়া ছিঁড়ে গিয়া তথা হতে রক্তস্রাব হতে থাকলে বা ঘা হয়ে ঐ স্থানে পুঁজ জন্মিলে। হাইপেরিকাম কোমল স্নায়ুতে আঘাত জনিত রোগ ও ধনুষ্টঙ্কার আশঙ্কা। আঙ্গুলে চিপ্টান আঘাতে এটার তুল্য ঔষধ আর নেই। তীক্ষ্ণ ধারাল অস্ত্রে কাটিয়া গেলে -ষ্ট্যাাফিস্যাগ্রিয়া।- পেরেক; সূঁচ, আলপিন বিদ্ধ হলে বা ইঁদুরে কামড়ালে -লেডাম। হাড়ের আবরণের উপর আঘাত লাগলে -রুটা। আকস্মিক রোগ ব্যতিরেকে জরায়ু-মুখের ক্ষত, দুর্গন্ধযুক্ত শ্বেতপ্রদর, ক্ষয়প্রাপ্ত দত্তের শূল, কানে পুঁজ প্রভৃতি রোগে ক্যালেন্ডুলার ব্যবহার উপকারী।
বৃদ্ধি।-মেঘাচ্ছন্ন ও ঝড়বৃষ্টির দিনে।
দ্রষ্টব্য।-লোশন-ক্ষত ধৌত করার জন্য অর্দ্ধ ড্রাম মূল-অরিষ্টের সাথে ১ পোয়া বা অৰ্দ্ধ পাউন্ড গরম জল। লিন্ট-ক্ষতের ভিতর কাপড়ে পুরিয়া দিতে হলে ১ ড্রাম মূল-অরিষ্টের সাথে দেড় আউন্স জল। তৈল- ১৫/২০ ফোঁটা মূল-অরিষ্টের সাথে ১ আউন্স জলপাই-তৈল। মলম- ১৫।২০ ফোঁটা মূল-অরিষ্টের সাথে ভেসিলিন ১ আউন্স।
শক্তি।-আভ্যন্তরিক প্রয়োগ জন্য মূল-আরক, ১x, ২x, ৩x