ক্যালকেরিয়া সাফিউরিকা (Calcarea Sulphurica)
ক্রিয়াস্থল।-ফুসফুসের রোগ, টিউবারকুলার ক্ষতে, ফোঁড়া ও কার্বাঙ্কল ক্ষত। ফোঁড়াদি হতে পুঁজস্রাবে এটা সাইলিসিয়া তুল্য। চোখ হতে গাঢ় হরিদ্রাবর্ণের স্রাব, কর্ণিয়ার ক্ষত এবং মুখের উপর ছোট ছোট ফোঁড়া। সুন্দরী নারীদের স্তন-প্রদাহ। টাইফয়েড ও টাইফাস জ্বরে পাকাশয়ে ক্ষত। উদরাময়ে ও রক্তামাশয়ে পুঁজের মত রক্তমিশ্রিত মল।
প্রদর্শক লক্ষণ।-হলদে রঙের স্রাব; গাঢ় স্রাব। প্রদাহের তৃতীয় অবস্থা। ফোঁড়া বা অন্য কোনপ্রকার প্রদাহ হতে পুঁজ যদি শীঘ্র নিবারিত না হয়। চোখের অসুখ, হলদে গাঢ় স্রাব। গলক্ষত, হলদে গাঢ় স্রাব। পায়ের তলা জ্বালা করে, চুলকায়। চর্মরোগ, হলদে রঙের মামড়ী। সিষ্টিক- টিউমার, ফাইব্রোমেটা। পলিপী। স্তন বা ফোঁড়ায় স্পর্শকাতরতা নেই। প্রস্রাব লাল। মেহপুঁজ হলদে। নিউমোনিয়া, গলার হলদে। আঙ্গুলহাড়া, পুঁজ জন্মিলে। পোড়া ঘা। খোলা হাওয়া চায়।
মন।-কোন কাজেই মন স্থির করে রাখতে পারে না। চিত্তের স্থিরতা নেই। হঠাৎ স্মৃতিশক্তি লোপ ক্ষেত্রেও এটা উপযোগী।
মাথার রোগ। শিশুদের মাথার ক্ষত এবং একজিমা হতে হলুদবর্ণের স্রাব বের হলে বা সেটার উপর হলুদবর্ণের মামড়ী। মাথায় অতিরিক্ত খুস্কি। ঠান্ডা লেগে মাথাধরা, কিন্তু ঠান্ডা হাওয়ায় উপশম।
চোখের অসুখ। -চোখ প্রদাহের তৃতীয়াবস্থা। চোখ হতে গাঢ় হরিদ্রাবর্ণের স্রাব। (পালস, মার্ক-কর, অ্যাসিড-নাই), কর্ণিয়ার ক্ষত। রোগী প্রত্যেক জিনিষের অর্ধেক দেখতে পায়।
কর্ণ-রোগ। -কর্ণ হতে গাঢ় হরিদ্রাবর্ণের, গন্ধহীন, কখনও কখনও রক্তমিশ্রিত পুঁজ। কানপাকার তৃতীয়াবস্থা। কানপাকার সাথে বধিরতা। কানের চতুর্দিকে বেদনা হয়, ফুলে যায়। (কানের অভ্যন্তরে ক্ষুদ্র ক্ষুদ্র ফোঁড়া হলে ক্যাল্কে-পিক্রিক)।
সর্দি।সর্দির তৃতীয়াবস্থা। সর্দি হয়ে নাকের ছিদ্রের ভিতর চতুর্দিকে ক্ষত হয়ে পূর্বে বর্ণিতরূপ স্রাব। মাঝে মাঝে নাক হতে রক্তাক্ত শ্লেষ্মা বের হয়।
মুখমন্ডল ও মুখাভ্যন্তরের রোগ। পুঁজস্রাবী ব্রণ। সাধারণতঃ এরূপ ব্রণ যুবকদেরই বেশী হয়। গালের উপর হরিদ্রাবর্ণের দাদ। মুখে পুঁজস্রাবী যে কোন চর্মরোগই হোক না কেন, ক্যাল্কে-সাক কাজ করে। দন্তমূলে ফোঁড়া হয়ে দন্তমাড়ী হতে পুঁজ বের হতে থাকে। দন্তমূল হতে রক্তপাত হয়। রোগীর জিহবা শিথিল, মনে হয় যেন জিহবার উপর এক স্তর কাদা শুকিয়ে আছে, জিহবা-মূলে হলুদবর্ণের লেপ, জিহবার স্বাদ সাবানের মত।
বৃদ্ধি। ঋতু পরিবর্তনের কালে।
হ্রাস। খোলা হাওয়ায়।
শক্তি।– ৩x, ৬x, ১২x, ৩০x, ২০০, ১০০০।