ক্যালকেরিয়া সিলিকা-ফ্লুরাইড (Calcarea silico fluoride)

ব্যবহারস্থল। -গ্রন্থিরোগ গণ্ডমালা। মোটা থলথলে দুর্বল শিশুর আয়োডিনের মত অত্যন্ত ক্ষুধা। গন্ডমালা (scrofulous) ধাতুর শিশুদের ম্যালেরিয়া ব্যতিরেকে অপরাপর রোগে। জরায়ুর কারসিনোমা রোগে এটা বিশেষ ফলপ্রদ। জরায়ু গর্ভস্থ সূত্রার্বুদ রোগে যখন অসম্ভব জ্বালা থাকে ও অত্যধিক রক্তস্রাব হয় তখন এটা দ্বারা উপকার দর্শে। ব্যাডিয়েগা আর্স-আয়োড ক্যাল্কে-আয়োড কেলি-আয়োড প্রভৃতির সমগুণ।

শক্তি।-১ ৩ ৬।

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!