ক্যালেডিয়াম (Caladium)
পরিচয়।-এটার অপর নাম অ্যারাম-সেগুইনাম।
ব্যবহারস্থল। -ধ্বজভঙ্গ, কামোন্মাদনা, প্রমেহ, হাঁপানি, শোথ, ক্রিমি, সান্নিপাতিক বিকার, যোনি মধ্যে চুলকানি প্রভৃতি।
প্রদর্শক লক্ষণ। যোনিতে চুলকানি। স্বপ্নদোষ স্বপ্নকালে বা বিনা স্বপ্নে। স্পারমেটোরিয়া। হস্তমৈথুনের ফলে লিন্ডমুন্ড ঢিলা, প্রিপুস ঢিলা। হাঁপানি, গয়ার সহজে উঠে না, উঠলে উপশম। ঘাম মিষ্ট, সেটাতে মাছি বসে। ঠান্ডা পানি অপছন্দ করে, কিন্তু ঠান্ডা পানিতে গোসল করলে চুলকানির উপশম হয়। ঘাম হলে সকল লক্ষণের উপশম। ভাবে মুখমন্ডলে মাকড়সার জাল লেগে আছে। মলত্যাগের পর রক্তস্রাব ও জ্বালা প্রস্রাবে দুর্গন্ধ।
ধ্বজভঙ্গ।– মানসিক অবসাদ, লিঙ্গের অত্যন্ত শিথিলতা, অথচ রতিক্রিয়ার প্রবল ইচ্ছা। স্ত্রীসঙ্গমাদি সময়ে জননাঙ্গ আদৌ শক্ত হয় না। তুলনীয়।-ক্যালেডিয়াম – সঙ্গমের ইচ্ছা প্রবল কিন্তু শক্তি নেই, লিঙ্গ শিথিল। কোনায়াম- সঙ্গমেচ্ছা প্রবল কিন্তু শক্তি নেই। স্ত্রীলোকের কথা চিন্তা করলেও বীর্য্যপাত হয়। অ্যাগ্লাস-ক্যাষ্টাস -অতিরিক্ত শুক্রক্ষয় করে ধ্বজভঙ্গ, শুক্রতারল্য। অ্যাভেনা-স্যাটাইভা- ধ্বজভঙ্গে অসাড়ে ধাতুস্খলন হয়। ইউরেনিয়াম-নাইট্রিকাম-সম্পূর্ণ ধ্বজভঙ্গ, লিঙ্গ শিথিল শীতল ও ঘামসিক্ত। বিউফো – ধ্বজভঙ্গ, সবাসকালে শীঘ্র শীঘ্র বীর্য্যপাত হয়; রোগীর হস্তমৈথুনের অদম্য ইচ্ছা। ফস্ফোরাস -ধ্বজভঙ্গে কামেচ্ছা প্রবল কিন্তু লিঙ্গের উদ্রেক ভাল করে হয় না। জেলসিয়াম -অতিরিক্ত হস্তমৈথুন বা স্বপ্নদোষের জন্য ধ্বজভঙ্গ, লিঙ্গ শিথিল। লাইকোপোডিয়াম-লিঙ্গ শিথিল এবং শীতল, উত্থান আদৌ হয় না বা সামান্য হয়। স্ত্রীলোকদের বিশেষতঃ গর্ভিণীদের জননাঙ্গে উদ্ভেদ ও অত্যন্ত চুলকানি, সেইসঙ্গে শ্লেষ্মার মত স্রাব। অত্যধিক কামোন্মত্ততা জন্য কৃত্রিম মৈথুনে বাধ্য হয়।
রোগীর সন্ধ্যাকালে জ্বর হয়, জ্বরে রোগী নিদ্রিত হয়ে পড়ে ও জ্বর ত্যাগের সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। মশক বা অপরাপর কীটাদির দংশনজনিত চুলকানি।
বৃদ্ধি। নড়াচড়ায়।
হ্রাস। ঠান্ডা পানি লাগালে; ঘাম হলে।
শক্তি।-৬, ৩০, ২০০।