ক্যাজুপুটাম (Cajuputum)

পরিচয়।– তেজপত্রের তৈল।

ব্যবহারস্থল। – অত্যধিক ঘাম, স্থান-পরিবর্তনশীল সন্ধিবাত, স্নায়বিক শ্বাসকৃচ্ছ্রতা এবং নানাপ্রকার স্নায়বিক রোগ। পেট ফাঁপা, জিহবার স্ফীতি, সর্বাঙ্গ বেড়ে যাচ্ছেবোধ, মনে করে মাথাটা প্রকান্ড বড় হয়ে যাচ্ছে, যেন অঙ্গ-প্রত্যঙ্গ একত্র করতে পারিতেছে না (ব্যাপ্‌টিসিয়া)। যেন বাহু দুইটি শরীরের সাথে আবদ্ধ হয়ে আছে, যেন কেউ তাকে বিষ প্রয়োগ করবে। চর্মে হামের মত উদ্ভেদ এবং তাতে ভয়ানক চুলকানি। জরায়ুর নানাপ্রকার বিকৃতি, কথা বললে, হাসিলে, আহার করার সময় বা নড়াচড়ায় বৃদ্ধি। লক্ষণাদি হঠাৎ উপশমিত হয় (ম্যাগ-ফস, বেল)। ধূমপানাদির পর, বমি হলে উপশম। পাকাশয়ের ভিতর কি যেন ধড়ফড় করছে অনুভূতি। বেলা ৫টায় ভয়ানক মাথার যন্ত্রণা তখন চোয়াল দুইটি আড়ষ্ট হয়ে যায়। মাথাটি খুব বড় অনুভব করে। পেট ফাঁপার সাথে অস্ত্রশূল হয়–পেট অত্যন্ত ফুলে যায় এবং বিড়ালের প্রস্রাবের মত দুর্গন্ধ প্রস্রাব করে (ভায়োলা-ট্রাই)।

তুলনীয়। – প্রস্রাবে ঘোড়ার প্রস্রাবের মত গন্ধ-অ্যাসিড-নাইট্রিক। ভায়োলেট পুষ্পের মত গন্ধ- কোপেবা, টেরিবিন্থ, নাক্স-মস। মাছ বা মাংসের গন্ধ – ইউরেনিয়াম-নাইট্রি।

বৃদ্ধি।-সকালে ৫টায় ও রাতে।

শক্তি।– ১x, ৩x, ৬ ক্রম ব্যবহার্য্য।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!