সিসাল্পেনিয়াবন্ডুসেলা (Caesalpinia Bonducella)

পরিচয়।– অপর নাম কুইনিকা ইন্ডিকা এবং দেশীয় নাম -নাটা। এটা জ্বরঘ্ন ঔষধ। বহুদিন হতেই এটা জ্বরঘ্ন ঔষধ ও মুষ্টিযোগ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। নাটার শ্বাস চূর্ণ এবং গোলমরিচ চূর্ণ একত্রে মিশিয়ে জ্বর রোগীকে দেওয়া হয়।

ব্যবহারস্থল। ম্যালেরিয়া এবং অন্যান্য পৈত্তিক জ্বর চর্মরোগ প্লীহা যকৃতের বৃদ্ধি।

মানসিক লক্ষণ। -উদ্যমহীনতা এবং অবসাদ।

জ্বর।-জ্বর যে কোন সময় আসতে পারে। সকালের দিকে শীত ও কম্প দিয়ে জ্বর আসতে পারে। উত্তাপাবস্থায় পিপাসা থাকে বিকালে অল্প শীত করে অথবা শীত না করেও জ্বর আসতে পারে। বিকালের জ্বরে প্রায়ই পিপাসা থাকে না। অন্যান্য দেশীয় ঔষধের মত পিত্তাধিক্য এটার বিশেষত্ব। চোখ-মুখ হাতে পায়ে অত্যন্ত জ্বালা জ্বর আসার আগে হতে ভোগকাল পর্য্যন্ত চোখ দুটি যেন পুড়ে ছাই হতে থাকে। ঠান্ডা পানি প্রয়োগে উপশম। রাস টক্সেও এই প্রকারের চোখের জ্বালা আছে কিন্তু রাস-টক্সের জ্বরের কারণ বৃষ্টিতে ভেজা অধিকক্ষণ পানিতে সাঁতরানো বা অন্যবিধ শৈত্য প্রয়োগ। পালসেটিলার সঙ্গেও এটার অনেক বিষয়ে মিল আছে বিশেষতঃ পিপাসা সম্বন্ধে। অন্যান্য দেশীয় ঔষধ কালমেঘ রোহিতক অ্যাজাডিরাক্টা-ইন্ডিকা বা নিম ওলডেনল্যান্ডিয়া বা ক্ষেতপাপড়া নিটান্থিস বা শেফালিকা প্রভৃতি কুইনিয়া-ইন্ডিকার সাথে সমগুণ সম্পন্ন। পিত্তাধিক্য জ্বালা-যন্ত্রণা প্রত্যেক ঔষধের বৈশিষ্ট্য এটার মধ্যে কোন ঔষধে উদরাময় বর্ত্তমান থাকে কোনটাতে বা কোষ্ঠকাঠিন্য।

বর্দ্ধিত প্লীহা-যকৃতে এটার ব্যবহার আছে।

চর্মরোগ।-চর্মে মশক দংশনের মত উদ্ভেদ প্রকাশ পায় কিন্তু নিজ হতে সেটা মিলাইয়া যায়।

শক্তি।– ১x ৩x 6x।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!