ব্রুসিয়া (Brucia)
ব্যবহারস্থল। -ধনুষ্টঙ্কারের আক্ষেপের সময় রোগীর জ্ঞান অব্যাহত থাকে; সামান্য শব্দে ও তরল পদার্থে বৃদ্ধি। নিম্নাঙ্গের পক্ষাঘাত; স্পর্শ-ভীতি সামান্য স্পর্শেই কাঁদিয়ে ফেলে।
তুলনীয়। নাক্স ভমিকা – ধনুষ্টঙ্কার এবং অন্যান্য আক্ষেপে রোগীর জ্ঞানহারা হয় না সজ্ঞানে থাকাই এটার বিশেষত্ব। সামান্য শব্দে বা স্পর্শে রোগ-লক্ষণের বৃদ্ধি। ট্রিক্নিয়া-সামান্য শব্দে বা স্পর্শে ফিট এবং সেটার বৃদ্ধি। হাইপেরিকাম এবং ফাইজটিগ্মা-আঘাত হতে রোগের উৎপত্তি হলে উপযোগী।
শক্তি।-৩, ৬।