বোরাভিয়া–ডিফিউজা বা বোরাভিয়া–রিপেন্স
(Boerhaavia Diffusa or Bærhavia Repens)
পরিচয়।– শ্বেত পুনর্নবা বা সাধারণ পুনর্নবা মুষ্টিযোগে বা ঔষধার্থে এটাই সর্বদা ব্যবহৃত হয়ে থাকে। আর এক প্রকার আছে-রক্ত পুনর্নবা বা বোরাভিয়া-ডিফিউজা। এটা শ্বেত পুনর্নবার মত তত সুলভ নয়। কিন্তু উভয়েরই সাধারণ গুণ-মূত্রকৃচ্ছ্রতানাশক এবং মূত্রকারক। আভ্যন্তরিক প্রদাহকে নাশ করে এবং সর্বপ্রকার শোথে বিশেষ উপকারী। এজন্য এটার আর একটি নাম শোথঘী।
ব্যবহারস্থল। -যাবতীয় শোথ-রোগ এবং বেরিবেরি। ডাঃ অঘোরচন্দ্র ভাদুড়ী এটার পরীক্ষা করেন এবং অন্যান্য লক্ষণের সাথে আধকপালে মাথাধরা বা হেমিক্রেনিয়ার লক্ষণও প্রাপ্ত হন। সর্দি কাশি। বাতের বেদনা।
প্রদর্শক লক্ষণ। রক্তাল্পতা এবং শীর্ণতা ক্রমেই বাড়িতে থাকে। মস্তকে বেদনা বিশেষতঃ অর্দ্ধশিরঃশূল ন্যাবার জন্য চোখের শুক্ল মন্ডলের রং হলদে।
সর্দি-কাশি। শ্বাসের ক্রিয়া দীর্ঘনিঃশ্বাসের সঙ্গে অতৃপ্তিকর এবং হ্রস্ব।
মূত্রকৃচ্ছ্রতা প্রস্রাব ফোঁটা ফোঁটা হয় পরিমাণ স্বল্প হয় অথবা একেবারেই বন্ধ হয়ে যায়।
উদরাময়ে পানির মত মল খোলসা হয় না এবং পরিমাণে অল্প হয়।
সকল প্রকার শোথ এবং বেরিবেরি। পুনর্নবার সবুজবর্ণ টাটকা রসে যথেষ্ট পরিমাণ ভিটামিন থাকায় এটা বেরিবেরির উৎকৃষ্ট ঔষধ। বেরিবেরির সঙ্গে হৃদ্রোগ হৃৎস্পন্দনের জন্য রোগীর শ্বাস- প্রশ্বাসে কষ্ট। ঈগলফোলিয়া এবং ডিজিট্যালিস-এর সঙ্গে তুলনীয়।
উদরী। উদর স্ফীত এবং তাতে অস্বস্তিবোধ। কোষ্ঠবদ্ধতা বা উদরাময়।
পাকস্থলীতে ঘিনঘিনে (dull) এবং গভীর (deep) বেদনা। এপিস্যাগ্রিয়াম বা উপর পেটে এবং বুকে ভারবোধ সেজন্য রোগীর শ্বাস-প্রশ্বাসে বাধা হয়।
প্রতি বৎসর বর্ষাকালে যে বেরিবেরির প্রকোপ দেখা যায় তাতে পুনর্নবা বিশেষ উপযোগী হয়ে থাকে।
শক্তি।-মূল-অরিষ্ট ৫ হতে ১০ ফোঁটা মাত্রায় ।