ব্লুমিয়া-ওডোরেটা (Blumea Odorata)
পরিচয়।-ভারতীয় গাছড়া কুকসিমা (আয়ুর্বেদীয় নাম কুকুন্দর) হতে প্রস্তুত। এটা একটি উৎকৃষ্ট রক্তরোধক ঔষধ। শরীরের যে কোনস্থান হতে রক্ত বন্ধ করতে এটার বিশেষ ক্ষমতা দেখা যায়। এটার পাতার রসের নস্য একদিন অন্তর পালাজ্বরে উপকারী। (আশেওড়া এবং অপরাজিতা পাতার রসও পালাজ্বরের ব্যবহৃত হয়ে থাকে)।
ব্যবহারস্থল। -সর্বপ্রকার রক্তস্রাবেই বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। রক্তামাশয়, রক্তাতিসার, রক্তস্রাবী অর্শ, স্ত্রীলোকদের রক্তপ্রদর, অতিরজঃ। গর্ভস্রাবে অতিরিক্ত রক্তস্রাব হলে এটা ব্যবহৃত হয়।
প্রদর্শক লক্ষণ।-রক্তস্রাবী অর্শ। অর্শের অতিরিক্ত রক্তস্রাব রোধ করতে এটার মূল অরিষ্ট এবং ১x শক্তি ৪/৫ ফোঁটা মাত্রায় ব্যবহার করতে হবে। রক্তস্রাবী অর্শে কলিন্সোনিয়া, অ্যালোজ, নাক্স ভমিকা, হ্যামামেলিস (কালচে বা শৈরিক রক্তস্রাব) সাক্বার ইত্যাদি লক্ষণানুসারে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু রক্ত রোধ করতে ব্লুমিয়ার ক্ষমতা আরও বেশী বলে কথিত হয়ে থাকে। সেইরূপ আমরক্ত এবং রক্তাতিসারেও এটার বিশেষ কাজ করে। সমকক্ষ ঔষধ, মার্ক-কর বেদনা এবং কোঁথানি। ইপিকাকে গা-বমি-বমি বা বমন এবং নাভীমূলে বেদনা। অ্যাটিষ্টা-ইন্ডিকা ও র্যাডিক্সে অসহ্য পেটে বেদনা ইত্যাদি উপসর্গ থাকে। কিন্তু ব্লুমিয়ায় এই সকল উপসর্গ না থাকলেও বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে।
স্ত্রীলোকদের রক্তপ্রদর, অতিরজঃ এবং গর্ভস্রাবে রক্তস্রাবেও তুল্য উপযোগিতার সাথে ব্যবহৃত হয়। কুকুরের ডাকের মত ঘেউ ঘেউ শব্দবিশিষ্ট একপ্রকার কাশি আছে। এরূপ কাশি ব্লুমিয়ার ক্ষেত্র। এস্থলে ব্লুমিয়া, স্পঞ্জিয়া এবং ভার্য্যাস্কাম-এর সমকক্ষ, ড্রসেরা এবং সাফারের কাশির মত স্বরভঙ্গযুক্ত ঢ্যাব্ঢেবে শব্দবিশিষ্ট কাশিও ব্লুমিয়ার ক্ষেত্র। শিশুদের শয্যামূত্রেও এটা উপকারী। শয্যামূত্রের অন্যান্য নামকরা ঔষধ-বেঞ্জয়িক-অ্যাসিড, ক্যাল্কেরিয়া-কার্ব, ক্রিয়োজোট, সিপিয়া প্রভৃতি ঔষধ যেখানে ব্যর্থ হয়, সেখানেও ব্লুমিয়া বিশেষ কাজ করতে দেখা যায়।
একদিন অন্তর পালাজ্বরে রুমিয়া উপকারী। সমস্ত শরীরে; চোখে মুখে জ্বালা -পিত্তাধিক্য এটার প্রধান লক্ষণ।
শক্তি।-৪, ১x, ৩xi