ব্লাটাওরিয়েন্টালিস (Blatta Orientalis)

পরিচয়।– ভারতবর্ষীয় আরশুলা বা তেলাপোকা হতে প্রস্তুত।

এটার আবিষ্কারের গল্প অতি চমৎকার। এক ভদ্রলোক বহুদিন হতে হাঁপানি রোগে কষ্ট পেতেছিলেন। তৎকালীন প্রচলিত হাঁপানীর যত প্রকারের ঔষধ ছিল, প্রায় সমস্তই তিনি ব্যবহার করেও কোন ফল পান নেই। একদিন হঠাৎ দেখা গেল তাঁর হাঁপানি খুব কমে গেছে। এই সংবাদ তিনি বন্ধুদের জানাইলেন এবং এটার কারণ অনুসন্ধানে প্রবৃত্ত হলেন। অনেক চেষ্টার পরে দেখা গেল, তাঁর চাকর যে কেটলীতে করে চা প্রস্তুত করে দিত তাতে একটি আরশুলা সিদ্ধ হয়ে রয়েছে। এই ঘটনা হতেই হোমিওপ্যাথিক মতে রাটা ওরিয়েন্ট্যালিস প্রস্তুত হয়। আরশুলা হতে প্রস্তুত টিঞ্চার বা আরশুলা সিদ্ধ জল, আয়ুর্বেদ মতে হাঁপানি রোগীকে সেবন করাবার বিধি আছে। স্বৰ্গীয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হোমিওপ্যাথি শিক্ষা করে বহু দরিদ্র রোগীর মধ্যে ঔষধ বিতরণ করতেন। আরশুলা হতে টিঞ্চার প্রস্তুত করেও বহু দরিদ্র হাঁপানি রোগীকে রোগমুক্ত করেছেন বলে জানা যায়।

ব্যবহারস্থল। -হাঁপানির একটি ফলপ্রদ ঔষধ। ভয়ানক টানের সময় এই ঔষধের মূল-অরিষ্ট বিশেষ ফলপ্রদ, সঙ্গে সঙ্গে রোগী টান কমিয়ে দিয়ে থাকে। স্থূলদেহ ও ম্যালেরিয়া-দোষযুক্ত ব্যক্তির পক্ষে বিশেষ উপযোগী। ডাঃ অ্যালেন বলেন, শ্বাসকষ্ট বা শ্বাসরোগ আর্সেনিকের দ্বারা আরোগ্য না হলে এবং শোথ রোগে এপিস, অ্যাপোসাইনাম, ডিজিটেলিস প্রভৃতি ঔষধ দ্বারা না কমলে ব্লাটা- ওরিয়েন্ট্যালিস দ্বারা উপকার দর্শে।

মূল-অরিষ্ট বার বার ব্যবহার করে হাঁপানির টান কমে গেলে এটার উচ্চশক্তি (২০০ ক্রম) মাঝে মাঝে ব্যবহার করলে পুনরাক্রমণের আশঙ্কা থাকে না বলে কথিত হয়ে থাকে। হাঁপানির প্রবল টান কমাইতে এটার সাথে তুলনীয় ঔষধ-জার্বা-সান্তা (Yarba Santa) মূল অরিষ্ট বা ১xi এটার যথেষ্ট শ্লেষ্মা নিঃসরণ করার শক্তি আছে। সে জন্য এটা শ্লেষ্মা নিঃসরণ করিয়ে রোগীর টান কমিয়ে দেয়। টান কমাবার জন্য অ্যাকোনাইট ১×, সেনেগা ৬ বা ১x (শ্বাসনলীর শ্লৈষ্মিক ঝিল্লীর উপর ক্রিয়া করে শ্লেষ্মা ও গয়ার নিঃসরণ করায়) বা লোবেলিয়া ১x ব্যবহৃত হয়ে থাকে।

শক্তি।-মূল-অরিষ্ট ২/৩ বিন্দু মাত্রায় বার বার ব্যবহার্য্য।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!