ব্লাটা–আমেরিকানা (Blatta Americana)
পরিচয়। আমেরিকা দেশীয় আরগুলা।
ব্যবহারস্থল। -হাঁপানি, শোথ, উদরী, ন্যাবা প্রভৃতি রোগে ব্যবহৃত। ন্যাবা রোগীর শরীর হলুদবর্ণ ধারণ করে, অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে, প্রস্রাবের সময় মূত্রনলীর ভিতর বেদনা। এটা আমেরিকা দেশীয় তেলাপোকা হতে প্রস্তুত হলেও, আমাদের দেশীয় আরশুলা হতে প্রস্তুত র্যাটা- ওরিয়েন্ট্যালিসের সাথে কোন সামঞ্জস্য নেই।
শক্তি।– ১x, ২x ও ৩ x বিচূর্ণ।