বিস্মাথ (Bismuthum Metallicum)

পরিচয়।-একজাতীয় ধাতু।

ব্যবহারস্থল। – বমন, পাকাশয়-শূল, পাকাশয়ের ক্যান্সার, শিশু-কলেরা; হৃৎশূল, হিক্কা, পচনশীল ক্ষত, শিরঃরোগ, দত্তশূল প্রভৃতি।

ক্রিয়াস্থল। -অনুবহা-নলীর উপর এটার প্রধান ক্রিয়া।

প্রদর্শক লক্ষণ।-বমি, পানি সঙ্গে সঙ্গে উঠে যায় কিন্তু শক্ত খাদ্য বহুক্ষণ পেটে থাকে। পেট ব্যথা ও মাথাধরা পর্যায়ক্রমে হয়। রক্তস্রাব, কালবর্ণ। রক্তহীনতা, সেইসঙ্গে চর্মরোগ। জিহবা, অ্যান্টিম-ক্রুডের মত লেপযুক্ত (অ্যান্টিম পিপাসাহীন, বিস্মাথ পিপাসাযুক্ত)। দাঁত নড়ে, মাঢ়ীর ধার কাল। পেটে যন্ত্রণা, পিছনদিকে শরীর বাঁকাইলে উপশম। ঢেঁকুর, ২৪ ঘণ্টা আগে খেয়েছে তার স্বাদ পায়। ঠান্ডা পানিতে গোসল ও ঠান্ডা পানি পানে মাথা ধরার উপশম। বমি, দাস্ত, দুর্বলতা কিন্তু শরীর কখনই হিমাঙ্গ হয় না। দাঁত ব্যথা, মুখে ঠান্ডা পানি নিলে উপশম। পায়ের তলা ও হাতের চেটো অত্যন্ত শুষ্ক। রোগী অত্যন্ত অস্থির, আর্সের মত ছটফটানি ও জ্বালাযুক্ত।

মন।-রোগী নির্জনতা মোটেই সহ্য করতে পারে না। একা থাকা সম্পূর্ণ অসম্ভব। শিশুর একাকী থাকতে খুব ভয়, সেজন্য সে তার মাতাকে জড়িয়ে শুয়ে থাকে, এটার রোগী বড়ই অস্থিরমতি ও চঞ্চল, কখনও বসে, কখনও উঠে বেড়ায়, আবার কখনও শুয়ে পড়ে। আর্সেনিকের রোগীও অত্যন্ত চঞ্চল, একস্থানে স্থির হয়ে থাকে না, কখনও বসে, কখনও উঠে কখনও বা হেঁটে বেড়ায়। শুয়ে থাকলেও এপাশ ওপাশ করে। রোগী একাকী থাকতে পারে না – আর্সেনিক, বিস্মাথ, হায়োসায়েমাস, কেলি-কার্ব, লিলিয়াম-টিগ, লাইকোপোডিয়াম, ন্যাজা, ফস্ফোরাস, রেডিয়াম, ট্র্যামো, ভিরেট-অ্যাল্ব। রোগী একাকী থাকতে ভালবাসে-অ্যাম্ব্রা-গ্রিসিয়া; আর্সেনিক-মেট, ব্যারাইটা কার্ব, বিউফো, কার্ব-এনি, কোকা, জেলসি, ইগ্লেসিয়া, নেট্রাম-কার্ব, নাক্স ভমিকা, ষ্ট্যাফিসেগ্রিয়া, খুজা।

উদরাময় মন।-পানি পেটে পড়িবামাত্র রোগী বমন করে। ফস্ফোরাসে পানি পান করার পর পানি গরম হলে রোগী বমন করে, বিস্মাথ পানি পান মাত্রই বমি করে ফেলে, কিন্তু খাদ্যদ্রব্য কিছুক্ষণ পেটে থাকে। আর্স রোগী পানি বা অন্য যা কিছু পানাহার করে তা বমি করে ফেলে। বিশ্বাথ রোগীর বমনকালে দুর্গন্ধযুক্ত বেদনাহীন প্রচুর মলত্যাগ করে। সে মনে করে যেন পেটে একটি ভারী দ্রব্য রয়েছে।

উদরশূল।-স্নায়বিক গ্যাস্টালজিয়া। রোগী মনে করে যেন কেউ তার পেট চেপে ধরেছে। ডায়াফ্রাম (বক্ষঃ ও উদর মধ্যস্থিত পেশী) মধ্যস্থিত স্থলে খিলধরাবৎ বেদনা। পাকস্থলীর ক্যান্সার রোগে যখন ভয়ানক বমন হয়, ঐ বমনে বহুদিনের ভুক্তদ্রব্য যদি উঠে যায়, বিস্মাথে উপকার হয়। ঐ ক্ষেত্রে আর্সেনিকের মত জ্বালা ও ছটফটানি থাকে।

শিশুকলেরা।-বাহ্যে পানির মত, পরিমাণে অধিক। মলত্যাগের পরে, সময়ে ও পূর্বে পেটে কোনরূপ বেদনা থাকে না। বাহ্যে ভয়ানক দুর্গন্ধযুক্ত। মলত্যাগের সাথে অত্যধিক বমন ও পিপাসা। পিপাসায় পানি পান করে, কিন্তু পরক্ষণেই বমন হয়ে যায়। শরীর হিমাঙ্গ হয় না।

শিরঃরোগ।-মাথাটি ভার হয়ে থাকে, সেই সাথে উদর-শূল। এ-বেলায় ভুক্তদ্রব্য ও-বেলায় বা পরদিন বমিত হয়।

দত্তশূল।—উদরলক্ষণসহ; ঠান্ডা পানি মুখে রাখলে উপশম হয়।

তুলনীয়।– বমনে-অ্যান্টিম-ক্রুড, ইপি তুল্য; উৎকণ্ঠা ও অস্থিরতায় আর্স তুল্য; দন্তশূলে:- বেল, ব্রাইয়ো তুল্য; গলক্ষতে-ক্যাঙ্কে ও ল্যাকে তুল্য; পাকস্থলীর রোগে – লাইকো, মার্ক, নাক্স তুল্য।

শক্তি।-নিম্ন হতে উচ্চতম শক্তি।

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!