বেলিসপেরেনিস (Bellis Perennis)

ব্যবহারস্থল। -কৃত্রিম মৈথুনের মন্দফল, বয়োব্রণ, ক্লান্তি, মাথাঘোরা, নানাজাতীয় ফোড়া, ক্ষুদ্র সন্ধিবাত, চর্মরোগ, অর্বুদ, গর্ভাবস্থার রোগ, আঘাত লাগবার মন্দফল, অনিদ্রা প্রভৃতি।

প্রদর্শক লক্ষণ। নার্ভের আঘাত, খুব টাটানি। ঠান্ডা পানি লাগান যায় না। টাটানি ব্যথা। গাটে, মাংসপেশীতে, পেলভিসে, মাথায় টাটানি। সর্ব-শরীরে ফোঁড়া। শরীর যখন খুব গরম হয়েছে তখন ঠান্ডা হাওয়া লেগে রোগ। গর্ভাবস্থায় ভেরিকোস ভেইনস। চলতে অক্ষমতা। গাউটের পরবর্তী দুর্বলতা। প্রত্যুষে ঘুম ভাঙ্গে, আর ঘুমান যায় না।

ডাঃ বার্নেট বলেন, শরীরের উত্তাপাবস্থায় ঠান্ডা পানি পান বা ঠান্ডা দ্রব্য ভোজন করার পর রোগে এই ঔষধ উপযোগী। জুটলে এই ঔষধ বাহ্যপ্রয়োগ করা যায়। জরায়ুর উপর জন্ম নিয়ন্ত্রণ উদ্দেশ্যে যারা ঔষধ, পেসারী প্রভৃতি ব্যবহার করেছেন এমন নারীর রোগ, স্তন দুইটি অত্যন্ত শুষ্ক হয়ে যায়। কৃত্রিম মৈথুনাদি হতে রোগ। কোনও স্থান মচকাইয়া গেলে এটা ফলপ্রদ। আর্ণিকা ও সাঙ্কারের পরেও উপর্যুপরি ফোঁড়া হতে থাকলে ফলপ্রদ।

বৃদ্ধি। বাঁ দিকে; গরম পানিতে গোসল করলে; বিছানার গরমে; ঝড়ের পূর্বে; ঠান্ডা পানিতে গোসল করলে; ঠান্ডা বায়ুতে।

শক্তি।-মূল-অরিষ্ট, x, x, x, ৬।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!