ব্যারাইটামিউরিয়েটিকা (Baryta Muriatica)

পরিচয়।– ক্লোরাইড-অভ্-বেরিয়াম।

ব্যবহারস্থল। -এই ঔষধের ক্রিয়া অনেকটা ব্যারাইটা-কার্বের তুল্য, কিন্তু আক্ষেপ লক্ষণ বেশী। আক্ষেপসহ কামেচ্ছার বৃদ্ধির সাথে উন্মাদরোগ এটার নির্ণায়ক। কর্ণমূল-প্রদাহ ও কাণ হতে দুর্গন্ধযুক্ত পুঁজস্রাব। শ্লেষ্মাপ্রধান ধাতুবিশিষ্ট ব্যক্তিদের দীর্ঘকালের গলকোষের বিবৃদ্ধি।

প্রদর্শক লক্ষণ।– পক্ষাঘাত, সেইসঙ্গে সমস্ত শরীর বরফের মত ঠান্ডা। প্রস্রাবে ইউরিক- অ্যাসিড। পেটে খালি খালি ভাব। বৃদ্ধদের ব্রঙ্কাইটিস ও হাঁপানি। হৃত্যন্ত্র প্রসারিত, গয়ার সহজে উঠতে চায় না, বুকে ঘড়ঘড় শব্দ। কানে পুঁজ, তাতে দুর্গন্ধ। কানে ব্যথা। একটু একটু ঠান্ডা পানি পানে উপশম। টন্সিল বড়। গিলতে কষ্ট। ঠান্ডায় পাকে। শিশু হাঁ করে চলাফেরা করে এবং নাকি সুরে কথা বলে। সকালে দুর্বলতা, বিশেষতঃ পায়ের দুর্বলতা। শারীরিক ও মানসিক খর্বতা। ঘুমাতে ঘুমাতে হাঁটে। শিশু মুখ চেপে শোয়, আলোক পছন্দ করে না। অঙ্গুলির প্রদাহিক স্ফীতিসহ বাহুর অসাড়তা এবং মাংসপেশীর স্পন্দনযুক্ত পক্ষাঘাতের জন্য এটা উত্তম ঔষধ। ব্যারাইটা-মিউর ক্লোম-গ্রন্থির (প্যানক্রিয়াস) স্ফীতি ও কাঠিন্য রোগের একটি উত্তম ঔষধ (কেলি- আয়োড, মার্ক-সল); কুঁচকির গ্রন্থির স্ফীতিতেও এটা উপযোগী ঔষধ।

বৃদ্ধি। -আলোকে ; বসন্তকালে; হেমন্ত ও শরৎকালে; মেহ চাপা পড়ে; ঠান্ডা লাগলে; পায়ের ঘাম রুদ্ধ হয়ে; বৃদ্ধ বয়সে; নাক ঝাড়িলে।

হ্রাস। একটু একটু ঠান্ডা পানি পানে।

শক্তি।– ১x, ২x, ৩x, ৬x, ৬, ৩০ ব্যবহার্য্য।

By admin

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!