ব্যাডিয়েগা (Badiaga)
পরিচয়।-এটা রুশদেশীয় একপ্রকার জলজ স্পঞ্জ।
ব্যবহারস্থল। -বাঘী রোগের একটি উৎকৃষ্ট ঔষধ, স্তনের ক্যানসার, কালশিরা, শীত-স্ফোটক, চোখের বেদনা, হাঁপানি, হৃত্যন্ত্রের কাঠিন্য, হৃৎকম্প, আমবাত, গন্ডমালা, উপদংশ, হুপিং কাশি প্রভৃতি। প্রদর্শক লক্ষণ।-স্তনের ক্যান্সার। মাথা বড় মনে হয়। মুখের ভিতর উত্তাপ। মুখ ও নাক হতে বেগে শ্লেষ্মার ডেলা লাফাইয়া পড়ে, গাঢ় হলদে গয়ার। বেলা ৩টায় বক্ষে বেদনা। ইনফ্লুয়েঞ্জা, কাশি, বিকালে বেশী। গরম ঘরে উপশম। সর্দি, হাঁচি, পানির মত স্রাব। হাঁপানি, দম বন্ধ হওয়ার উপক্রম। মাংসপেশী টাটায়, থেঁতলান ব্যথা। হাত দিলে লাগে। আনন্দময় ব্যাপারে বা সংবাদে হঠাৎ বুক ধড়ফড় করে। গর্মির জন্য বাঘী। গ্ল্যান্ড শক্ত (কুঁচকীর)। গলা ও ঘাড়ের গ্রন্থি শক্ত হয়ে থাকে। পায়ের ঘাম রুদ্ধ হয়ে যায়। টন্সিল লাল, প্রদাহযুক্ত। শক্ত দ্রব্য গিলতে কষ্ট।
বাঘী।– বাঘী ইঁটের মত শক্ত হয়। বাঘী যত শক্ত হবে ততই ব্যাডিয়েগা দ্বারা উপশম লাভ হবে। বাঘীর ক্ষত যদি শীঘ্র শীঘ্র না শুকায় তাতেও ব্যাডিয়েগা উপযোগী। কুঁচকির গ্রন্থিগুলি ফুলে শক্ত হলেও এটা ব্যবহার্য্য। মূল-অরিষ্ট বাহ্যিক প্রয়োগ এবং আভ্যন্তরিক সেবনে রোগ শীঘ্র শীঘ্র আরোগ্য লাভ করে। কার্বো-অ্যানিমেলিসও শক্ত বাঘীর জন্য উপযোগী ঔষধ; তবে এটার বেদনা কম। বাঘীর প্রথম প্রাদাহিক অবস্থায় বেলেডোনা এবং তার পরের অবস্থায় লক্ষণানুসারে মার্কিউরিয়াস, হিপার-সালফার ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু পাথরের মত কঠিন বাঘীতে বাডিয়েগার মত আরও কয়েকটি ঔষধ বিশেষ ফলপ্রদ হতে দেখা যায়। যেমন – কোনায়াম, থাইরয়ডিন, ক্যাল্কেরিয়া-ফ্লুয়োরিকা ইত্যাদি; এদের প্রভেদ ও ব্যবহার অন্যান্য লক্ষণের উপর নির্ভর করে।
গ্রন্থির স্ফীতি। -গন্ডমালা ধাতুর রোগী ও শিশুদের ঘাড়ে, কানের গোড়ায় ও চোয়ালের নীচের গ্রন্থিগুলি ফুলে শক্ত হলে এবং বেদনাযুক্ত হলে ব্যাডিয়েগা উপযোগী। অন্যান্য গ্রন্থি পাথরের মত শক্ত নয় অথচ বড় এবং ফুলা বৰ্ত্তমানে বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হতে পারে -অপারকিউলিনা-টারপিথাম লসিকাগ্রন্থি খুব বড় আবার শক্তও হয়, এজন্য প্লেগের এটা একটি উৎকৃষ্ট ঔষধ। যে সকল ফোড়া শীঘ্র পাকিতে চায় না, তাতেও এটা বিশেষ উপযোগিতার সাথে ব্যবহৃত হয়ে থাকে। ব্রোমিয়াম -গন্ডমালী দোষ। নিম্ন চোয়ালের গ্ল্যান্ড শক্ত হলে। সিষ্টাস-ঘাড়ের এবং গলার ভিতরের গ্ল্যান্ড ফোলা। অ্যাষ্টিরিয়াস –বগলের গ্ল্যান্ড এবং স্ত্রীলোকদের স্তন ফোলায় বিশেষ উপযোগী। অ্যালনাস-গ্র্যান্ড অত্যধিক বড় হলে ব্যবহৃত হয়। ল্যাপিস-অ্যাল্বা-গলার ছোট ছোট গ্ল্যান্ডে ব্যবহৃত হয়। বগলে যদি বার বার গ্ল্যান্ড হয় ও পাকে, তা হলে ইল্যান্স তার উপযুক্ত ঔষধ হবে। হেক্লা-লাভা – ঘাড়ের গ্ল্যান্ড যখন বড় ও শক্ত হয়, তখনই এটার ক্ষেত্র উপস্থিত হয়। ট্রাইফোলিয়াম – কর্ণমূল গ্রন্থি ফোলে ও শক্ত হয়, সেটাতে বেদনা। এই অবস্থায় ট্রাইফোলিয়াম বিশেষ উপযোগী। এই ঔষধটি কর্ণমূল ফোলার প্রতিষেধক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে
হৃদযন্ত্রের রোগ।-কোন সুসংবাদাদি শুনিবার পর যদি বুকের ধড়ফড়ানি বাড়িতে থাকে তা হলে এটা উপযোগী ঔষধ।
হুপিং-কাশি, পুরাতন ব্রঙ্কাইটিস ও কাশি প্রভৃতি ক্ষেত্রে উপযোগী, শ্লেষ্মার ডেলাটি মুখ হতে লাফাইয়া পড়ে। হানেমান এই ঔষধকে অ্যান্টিসোরিক বলেছেন। ডাঃ হেরিং বলেন, বাল্যকালে যাদের গন্ডমালা দোষ ছিল যৌবনে তার পুনরাক্রমণ হলে এই ঔষধ উপযোগী। রাশিয়ায় এটা অর্শ্ব-রোগের শ্রেষ্ঠ ঔষধ বলে পরিচিত; অর্শ-রোগে ল্যাকেসিসের পর এটা উত্তম কাজ করে। বৃদ্ধি।-ঝড়ের সময়; বিকালে; স্পর্শে; চাপে; আনন্দে; ঠান্ডায়, ঠান্ডা বাতাসে। হ্রাস। রাত্রে; ঘুমের পর; গরম ঘরে।
শক্তি।-মূল-অরিষ্ট; ৩x, ৬x, ৩০, ২০০।