ব্যাসিলিনাম (Bacillinum)
পরিচয়।-ব্যাসিলিনাম টিউবারকুলিনামের প্রায় সমগুণ ঔষধটি টিউবারকুলার ফুসফুসকে জলসিক্ত করে প্রস্তুত করা হয়।
ব্যবহারস্থল। -প্রকৃত যক্ষ্মা না হলেও ফুসফুসের বিভিন্ন পুরাতন রোগে এই ঔষধটি উপযোগী। বৃদ্ধদের ব্রঙ্কোরিয়া অর্থাৎ যে রোগে রাশি রাশি পুঁজের মত গয়ার উঠে তাতে এটাকে ফলপ্রদ হতে দেখা গেছে। হাঁপানি রোগেও এটা ফলপ্রদ। এটা ক্রমশঃ গয়ারে পুঁজের পরিমাণ কমিয়ে আনে এবং ফুসফুসকে পরিষ্কার করে থাকে। ফুসফুসের রক্ত-সঞ্চালন ক্রিয়া দুর্বল, রাতে কষ্টকর শ্বাসক্লেশ; বুকে ভারবোধ, পচনশীল গয়ার উৎক্ষেপ, দুর্গন্ধ বায়ুসহ কোষ্ঠবদ্ধতা এটার পরিচায়ক লক্ষণ। বৃদ্ধি।- রাত্রিকালে, ভোর বেলা এবং শীতল বাতাসে। অনুপূরক।-ক্যাল্কে-ফস, কেলি-কার্ব।
শক্তি।-২০০ অথবা তদূর্ধ্ব। ৩০ শক্তির নীচে ও বার বার ব্যবহার অনুচিত।